Body Odor: গরমে গায়ে ঘামের দুর্গন্ধ দূর করতে মেনুতে রাখুন এই ৫টি খাবার

Body Odor: যাঁরা বেশি ঘামেন, তাঁদের ক্ষেত্রে বিশেষ করে গরমকালে একটা সমস্যা দেখা দেয়। গায়ে ঘামের দুর্গন্ধ হতে পারে। এই সমস্যা দূর করার জন্য কী কী খাবার সাহায্য করে, দেখে নিন একনজরে।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1/10
মেথি ভেজানো জল খেলে শরীর ঠান্ডা থাকে, এই প্রবাদ অনেকেরই জানা। তবে মেথি যে ঘামের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে তা হয়তো অনেকেই জানেন না।
2/10
মেথির মধ্যে এমন উপকরণ রয়েছে যা আপনার শরীরের মধ্যে থেকে বিষাক্ত জিনিসগুলো অর্থাৎ টক্সিন বের করে দেয়। ফলে শরীরে ঘামের দুর্গন্ধ হয় না।
3/10
এলাচও গায়ে ঘামের দুর্গন্ধ করতে সাহায্য করে। কিন্তু কীভাবে? সেটাই জেনে নেওয়া যাক।
4/10
আপনার খাবারে এলাচ যুক্ত করতে সেই খাবার শুধু স্বাদে নয়, গন্ধেও অতুলনীয় হয়ে ওঠে। বলা হচ্ছে, এলাচ মেশানো খাবার খেলে ঘামের দুর্গন্ধও দূর হয়।
5/10
গ্রিন টি স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট উপকারি। ওজন কমানো থেকে শুরু করে আরও অনেক কাজেই সাহায্য করে এই গ্রিন টি।
6/10
গ্রিন টি'র মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এর সাহায্যে ঘামের দুর্গন্ধ দূর হয়।
7/10
লেবু জাতীয় ফল যেমন পাতিলেবু এবং কমলালেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এই ভিটামিন সি-এর সাহায্যে শরীর থেকে টক্সিন দূর হয়।
8/10
আপনার শরীর থেকে টক্সিন বেরিয়ে গেলে ঘামের ফলে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া তৈরি হয় না। ফলে ঘামের দুর্গন্ধ হয় না শরীরে।
9/10
সবুজ শাকসবজি বিশেষ করে, শাকপাতা জাতীয় জিনিস খাওয়া স্বাস্থ্যের পক্ষে বেশ উপকারি। শরীরে পুষ্টির যোগান দেয় এই জাতীয় খাবার।
10/10
পালং শাক বা কালে- এই জাতীয় শাকপাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্লোরোফিল। এর সাহায্যে শরীরে দুর্গন্ধ তৈরি করে এমন জিনিস কম তৈরি হয়। ফলে ঘামের দুর্গন্ধ থাকে না শরীরে।
Sponsored Links by Taboola