Summer Makeup Tips: গরমে মেকআপ গলে যাওয়ার ভয় ? এই সহজ নিয়ম মেনে চললেই হবে মুশকিল আসান
Summer Skin Care Tips: গরমকালে মেকআপ করলে তা গলে যাওয়ার সম্ভাবনা থাকে ঘামের জেরে। এছাড়াও ত্বকে দেখা দিতে পারে অনেক ধরনের সমস্যা। কীভাবে সতর্ক থাকবেন, যত্ন নেবেন, জেনে নিন।
ছবি সূত্র- পিক্সেলস
1/10
ছবি সূত্র- পিক্সেলস। গরমকালে মেকআপ করার অনেক অসুবিধা রয়েছে। ঘামে মেকআপ ত্বকে ভালভাবে বসতে চায় না। এছাড়াও মেকআপ করার পর ঘামে তা গলে যেতে পারে।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। গরমকালে মেকআপ প্রোডাক্ট যতটা কম সম্ভব ব্যবহার করলেই ত্বকের পক্ষে ভাল। যাঁদের একান্তই রোজ মেকআপ করতে হয়, গরমের দিনে তাঁরা একটু বেশিই সতর্ক থাকুন।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। গরমকালে মেকআপ করার ক্ষেত্রে কোন কোন বিষয় খেয়াল রাখবেন যাতে ত্বক ভাল থাকবে এবং মেকআপও সহজে নষ্ট হবে না, জেনে নিন।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। যাঁদের স্কিন খুব তেলতেলে কিংবা যাঁদের খুব বেশি ঘাম হয়, গরমের দিনে সঠিকভাবে মেকআপ করা এবং ত্বকের স্বাস্থ্যের খেয়াল রাখা তাঁদের পক্ষে বেশ অসুবিধার হয়ে যায়।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। গরমকালে মেকআপ করার সময় শুরুতেই ব্যবহার করা উচিৎ ভাল গুণমানের প্রাইমার। এর ফলে আপনার ত্বকে মেকআপ ভালভাবে বসবে, স্থায়ী হবে।
6/10
ছবি সূত্র- পিক্সেলস। ফাউন্ডেশন, কনসিলার যাই ব্যবহার করুন না কেন, গরমের মরশুমে ত্বকে মেকআপ ভালভাবে সেট করার জন্য লুজ পাউডার ব্যবহার করুন। আর এই পাউডার ব্যবহারের জন্য হাত নয়, অতি অবশ্যই ব্রাশ নেবেন।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। মেকআপ করা শেষ হলে, মেকআপ ফিক্সার ব্যবহার করতে ভুলবেন না। ভাল গুণমানের প্রোডাক্ট ব্যবহার করা উচিৎ। মেকআপ ফিক্সার ত্বকে মেকআপ ভালভাবে বসতে সাহায্য করে।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। মেকআপ ফিক্সার হিসেবে স্প্রে ব্যবহার করাই ভাল। আর এটা কুলিং এবং হাইড্রেটিং ধরনের স্প্রে হলে ত্বকে আরামও পাবেন।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। গরমকালে মেকআপ করার সময় ত্বক চিটচিটে হয়ে যেতে পারে এই জাতীয় কোনও মেকআপ প্রোডাক্ট একেবারেই ব্যবহার করবেন না। ঘামে তাহলে অবস্থা করুণ হয়ে যাবে মেকআপের।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। যদি আপনার স্কিন ভীষণ সেনসিটিভ হয় এবং অয়েলি হয়, তাহলে আদৌ আপনার ত্বকের জন্য মেকআপ করা ঠিক কিনা, সেই প্রসঙ্গে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেওয়া জরুরি।
Published at : 16 Apr 2025 10:59 PM (IST)