Surya Grahan 2022: দীপাবলির পরেই সূর্যকে ঢাকবে চাঁদ! বছরের শেষ গ্রহণের সাক্ষী থাকতে পারবেন আপনিও
Solar Eclipse 2022: বছরের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে আগামী ২৫ অক্টোবর
কবে, কোথায় দেখা যাবে সূর্যগ্রহণ?
1/7
বছরের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে আগামী ২৫ অক্টোবর। দীপাবলির পর পরই এই সূর্যগ্রহণ নিয়ে সকলের মনে উৎসাহের জোয়ার।
2/7
যদিও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নয়। তবে আংশিক সূর্যগ্রহণ নিয়েও জোর চর্চা চলছে। কবে এই সূর্যগ্রহণ হবে, কতক্ষণ স্থায়ী হবে, তা নিয়ে জনমানসে প্রশ্ন উঠছেই।
3/7
ভারতীয় সময় অনুসারে দুপুর ২.২৯ মিনিট থেকে শুরু হয়ে যাবে আইসল্যান্ডে। চলবে সন্ধ্যে ৬.২০ মিনিট পর্যন্ত। দিল্লিতে সূর্য গ্রহণ ৪.২৯ মিনিটে শুরু করে তা সন্ধ্যে ৬.০৯ মিনিট পর্যন্ত চলবে। ভারতের কয়েকটি জায়গায় বিকেল ৪.০৩ মিনিট থেকে তা দেখা যাবে।
4/7
ভারতের সর্বত্রে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। পোরবন্দর, মুম্বই, সুরাত পানাজিতে দেখা যাবে এই আংশিক গ্রহণ।
5/7
কলকাতা থেকে ১১ মিনিট সময়ে মাত্র দেখা যাবে এই গ্রহণ। ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর পূর্ব আফ্রিকা, পশ্চিম এশিয়া, উত্তর আটলান্টিক মহাসাগর, পশ্চিম চিন, ভারত এবং প্রতিবেশী দেশে এই গ্রহণ দেখা যাবে৷ উত্তর ভারত মহাসাগরেও এই আংশিক গ্রহণ দেখা যাবে৷
6/7
সূর্যগ্রহণ তখনই হয় যখন চাঁদ যখন পৃথিবীর সামনে এসে সূর্যকে ঢেকে রেখে দেয় সূর্যরশ্মি আর পৃথিবীতে পৌঁছয় না৷ সূর্য গ্রহণ শুধুমাত্র অমাবস্যাতেই হয়৷
7/7
এ বছর দীপাবলির পরই পড়েছে সেই দিনক্ষণ। তাই উৎসাহ চরমে সকলের।
Published at : 20 Oct 2022 12:31 PM (IST)