Swan 2022: শ্রাবণ মাসের সোমবারে এই ভুলগুলো করবেন না
শ্রাবণ সোমবারের নিয়ম
1/10
শ্রাবণ মাস (Sawan 2022) মহাদেবের (Mahadev) মাস।
2/10
মনে করা হয় যদি নিষ্ঠা ভরে শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের পুজো এবং উপবাস করা যায়, তা হলে তিনি তুষ্ট হন।
3/10
শাস্ত্র মতে পূর্ব দিকে মুখ করে বা পশ্চিম দিকে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল অর্পণ করবেন না। পরিবর্তে সবসময় উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল অর্পণ করুন।
4/10
শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শিব প্রসন্ন হন ও ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন।
5/10
এ দিন মহাদেবকে বেলপাতা, ধুঁতরো ফুল, আকন্দ ফুল, কাঁচা দুধ, ঘি, মধু এবং সাদা চন্দন অর্পণ করুন
6/10
মহাদেবকে বেদানার রস দিয়ে অভিষেক করালে বিশেষ ফল পাওয়া যায়
7/10
এই দিন বাড়িতে আসা কোনও মানুষকে ফেরাবেন না
8/10
শ্রাবণ মাসের সোমবার রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়
9/10
তামা, রুপো বা কাঁসার পাত্র দিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন
10/10
image 10
Published at : 18 Jul 2022 02:20 PM (IST)