Swan 2022: শ্রাবণ মাসের সোমবারে এই ভুলগুলো করবেন না
শ্রাবণ মাস (Sawan 2022) মহাদেবের (Mahadev) মাস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমনে করা হয় যদি নিষ্ঠা ভরে শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের পুজো এবং উপবাস করা যায়, তা হলে তিনি তুষ্ট হন।
শাস্ত্র মতে পূর্ব দিকে মুখ করে বা পশ্চিম দিকে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল অর্পণ করবেন না। পরিবর্তে সবসময় উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল অর্পণ করুন।
শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শিব প্রসন্ন হন ও ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন।
এ দিন মহাদেবকে বেলপাতা, ধুঁতরো ফুল, আকন্দ ফুল, কাঁচা দুধ, ঘি, মধু এবং সাদা চন্দন অর্পণ করুন
মহাদেবকে বেদানার রস দিয়ে অভিষেক করালে বিশেষ ফল পাওয়া যায়
এই দিন বাড়িতে আসা কোনও মানুষকে ফেরাবেন না
শ্রাবণ মাসের সোমবার রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়
তামা, রুপো বা কাঁসার পাত্র দিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন
image 10
- - - - - - - - - Advertisement - - - - - - - - -