Sweet Lime Benefits: ক্যানসারের ঝুঁকি কমানো থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, একাধিক উপকারিতায় ভরপুর মুসুম্বি লেবু
লেবু (Lemon) মাত্রই স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এতে থাকা ভিটামিন সি শরীরের অনেক উপকার করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বহু অসুখের ঝুঁকি কমায়। গরমকাল, বর্ষাকাল এই সময়টায় বিশেষজ্ঞরা আরও বেশি করে মুসুম্বি লেবু (Sweet Lime) খাওয়ার পরামর্শ দেন। কেন জানেন? কী এর উপকারিতা? শরীরে কী প্রভাব ফেলে এই লেবু?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশেষজ্ঞরা জানাচ্ছেন, ত্বকের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর মুসুম্বি লেবু। এতে থাকা ভিটামিন সি কোলাজেন তৈরি করে। এই কোলাজেন এক ধরনের প্রোটিন, যা ত্বক সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস। যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।
ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে মুসুম্বি লেবু। বিশেষজ্ঞদের মতে, এতে রয়েছে প্রচুর পরিমাণে লিমোনয়েডস। এই উপকারী উপাদান বিভিন্ন প্রকার ক্যানসারের ঝুঁকি কমায়।
হজমের জন্য দারুণ উপকারী মুসুম্বি লেবু। এতে থাকা ফ্ল্যাভনয়েডস শরীরের যেমন এনার্জি বাড়ায়, তেমনই হজমশক্তি উন্নত করতে সাহায্য করে। শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতেও মুসুম্বি লেবুর জুড়ি মেলা ভার।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও মুসুম্বি লেবু অত্যন্ত কার্যকরী। ঠান্ডা লাগা, জ্বর, সর্দির হাত থেকে শরীরকে রক্ষা করে। তাই বর্ষাকালে এই ফলের চাহিদা থাকে ব্যাপক। এই সময়ের সাধারণ জ্বর, ঠান্ডা লাগা, সর্দি, কাশির সমস্যা প্রতিরোধ করে মুসুম্বি লেবু।
শরীরকে ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা করে উপকারী এই ফল। গরমকাল কিংবা বর্ষাকালে প্রচুর জল তো খাচ্ছেন। তার পাশাপাশি শরীরে জলের ঘাটতি মেটাতে মুসুম্বি লেবুর রস খেতে পারেন। দারুণ উপকারী।
চোখ সুস্থ রাখতে, ত্বক উজ্জ্বল করতে এবং চুলের স্বাস্থ্যের জন্য মুসুম্বি লেবু অত্যন্ত উপকারী। কিডনিতে পাথর জমার সমস্যা দূর করে। মাথা ঘোরা, বমিভাবের সমস্যা প্রতিরোধ করে।
অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে এই ফল। মেদ ঝরিয়ে ফিট থাকতে নিয়মিত খাবারের তালিকায় মুসুম্বি লেবু রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।
আলসারের সমস্যা মেটাতে সাহায্য করে। পাকস্থলীতে আলসার এবং তার যন্ত্রণা দূর করতে এই ফলের কোনও তুলনা নেই। হাড় মজবুত রাখতে সাহায্য করে মুসুম্বি লেবু। নিয়মিত খেলে শরীরে ক্যালশিয়ামের ঘাটতি মেটে।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -