Tanishaa Mukerji to Ekta Kapoor:একতা থেকে তানিশা, মা হতে তারকারা বেছে নিয়েছেন এই প্রক্রিয়া
বলিউডে এমন অনেক অভিনেত্রী ও তারকা রয়েছেন, যাঁরা তাঁদের কেরিয়ার সফল করতে দিনরাত পরিশ্রম করেন। অনেকক্ষেত্রে ব্যক্তিগত জীবন ভুলে গিয়ে কেরিয়ারেই যাবতীয় মনোনিবেশ করেন। এ জন্য অনেকেই অনেক বয়স পেরিয়েও বিয়ে করেননি। আবার অনেক অভিনেত্রী বিয়ের পর সন্তানের জন্মও দেননি। কিন্তু জানেন কি, অনেক অভিনেত্রীই তাঁদের ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন। তাঁরা মনে করেন, এমনটা করলে, তাঁরা যে কোনও বয়সেই মা হতে পারবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রাক্তন মিস ওয়ার্ল্ড ডায়না হেডন ৩০ বছর বয়সে তাঁর ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন। আর এই কারণেই ৪২ বছর বয়সে তিনি মাতৃত্বের স্বাদ অনুভব করেছিলেন। তিনি যমজ সন্তানের মা।
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মোনা সিংহও এই তালিকায় রয়েছেন। মোনা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, ৩৪ বছরে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছিলেন তিনি। আর এটা করতে পেরে আমার খুব ভালো লেগেছিল। কারণ, এরফলে আমি যে কোনও বয়সেই মা হতে পারি। কেননা, এমন অনেক কাজ রয়েছে, যেগুলি মা হওয়ার পর করতে পারব না। এজন্য আমি আমার ডিম্বাণু সংরক্ষণ করেছি, যাতে আমি যখন খুশি মা হতে পারি।
ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টাও একবার এ কথা জানিয়েছিলেন। তিনিও তাঁর ডিম্বাণু সংরক্ষণ করেছেন। এ ব্যাপারে তিনি বলেছিলেন, উচ্চাকাঙ্খী মহিলাদের ক্ষেত্রে এটা একটি স্মার্ট পদক্ষেপ। এতে আশ্বস্ত হওয়া যায় যে, কিছুটা সময় পরেও আমি আমার পরিবার গড়ে তুলতে পারি। সন্তানের জন্মদান একটা বড় দায়িত্ব। এতে আমার খেলায় প্রভাব ফেলতে পারে।
বলিউডের এন্টারটেইনমেন্ট কুইন রাখী সবন্তও জানিয়েছিলেন যে, তিনি তাঁর ডিম্বাণু ফ্রিজ করেছেন। বিগ বস ১৪-তে সোনালি ফোগাতের সঙ্গে কথা বলতে গিয়ে রাখী বলেছিলেন, আমি আমার ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছি। সঠিক ডোনার পাওয়া গেলে এর সাহায্য মা হতে পারব।
সদ্য বলিউড অভিনেত্রী কাজলের বোন অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়ও জানিয়েছেন, তিনি তাঁর ৩৯ বছর বয়সে তাঁর ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যখন ৩৩ বছরের ছিলাম, তখন ডিম্বাণু সংরক্ষণ করতে চেয়েছিলাম। কিন্তু তখন চিকিৎসকরা তা করতে বারণ করেছিলেন। কারণ, তখন আমার শরীরে তা নেতিবাচক প্রভাব ফেলতে পারত।
রিপোর্ট অনুসারে, একতা কপূর তাঁর ৩৬ বছর বয়সে ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন। একতা এক সাক্ষাৎকারে বলেছেন, আমাকে মা হতে হবে, কিন্তু এর অনুভূতি কেমন হবে, তা বুঝতে পারছিলাম না। তখন আমার মনে হত, হতে পারে আমি বিয়ে করব, বা হতে পারে বিয়ে করব না, বা দেরিতে বিয়ে হবে। যদিও একতার এই প্রক্রিয়া সফল হয়নি। তিনি মা হওয়ার জন্য স্যারোগেসির সাহায্য নিয়েছিলেন। আজ তিনি এক পুত্রসন্তানের জননী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -