Tarapith : শিবকে স্তন্যপান করিয়ে বিষমুক্ত করেছিলেন তারা মা, তারাপীঠ ঘিরে আর কী কী বিশ্বাস
Tarapith : শিবকে স্তন্যপান করিয়ে বিষমুক্ত করেছিলেন তারা মা, তারাপীঠ ঘিরে আর কী কী বিশ্বাস
1/10
তারাপীঠের তারা মা--শিলাব্রহ্মময়ীর পুজো ৷ কিংবদন্তী বলে, বশিষ্ঠ মুনিতারাকে মাতৃরূপেই পেতে চেয়েছিলেন ৷
2/10
বিশ্বাস, বশিষ্ঠকে দর্শনদিয়েমা শিলায় প্রবেশ করেন ৷
3/10
কালীকে শুধুমাত্র মাতারা রূপে নয়, রাজরাজেশ্বরী, একজটা বা নীল সরস্বতী রূপেও পুজো করা হয় তারাপীঠে
4/10
আর মাতৃশক্তির পূর্ণপ্রকাশ সন্তানকে স্তন্যদানরূপী মূর্তিতেই৷
5/10
বিশ্বাস, বশিষ্ঠকে দর্শন দিয়ে মা শিলায় প্রবেশ করেছিলেন৷ শিলাব্রহ্মময়ী এই মূর্তির মাহাত্ম্যও তাই অত্যন্ত পবিত্র৷
6/10
শিশু মহাদেবকে স্তন্যদানরতা তারা অধিষ্ঠান করেন এই মূর্তিতে ৷
7/10
কিংবদন্তী বলে, সমুদ্রমন্থনের সময়, বিষপান করে নীলকণ্ঠ হয়েছিলেন মহাদেব ৷
8/10
তাঁকে স্তন্যপান করিয়ে বিষমুক্ত করেছিলেন তারা ৷ তারাপীঠের তারা মা উগ্রতারা রূপেই পূজিত হন৷
9/10
এছাড়া এখানে তন্ত্র অনুসারে ব্রহ্মের সাধনা করা হয়৷ দ্বিতীয় মহাবিদ্যায় তারার রূপ কল্পনাও অপূর্ব৷
10/10
তিনি একজটা ও নীলসরস্বতী নামেও পূজিতা হন৷
Published at : 23 Nov 2021 02:06 PM (IST)