Teddy Bear Day : 'শুধু তোমাকেই চাই' ভালবাসার মরসুমে টেডির গলায় ঝুলিয়ে দিন প্রেমের পদ্য, রইল অপশন
Teddy Day : টেডি ডে-তে ছোট্ট একখানি টেডি দিয়ে প্রিয়জনকে প্রতীকী আদর পাঠাতে পারেন। সেই সঙ্গে দিন সোহাগী বার্তা।
Teddy Bear Day : 'শুধু তোমাকেই চাই' ভালবাসার মরসুমে টেডির গলায় ঝুলিয়ে দিন প্রেমের পদ্য, রইল অপশন
1/9
ক্যালেন্ডারে শুরু হয়ে গিয়েছে প্রেমের সপ্তাহ। রোজ ডে, প্রপোজ ডে, চকোলেট ডে পেরিয়ে, শুক্রবার টেডি ডে।
2/9
আমেরিকার প্রেসিডেন্ট থিয়োডর টেডি রুজভেল্টের সময় থেকে এই টেডি দিবসের প্রচলন। সেই থেকে ভল্লুকের আদুরে চেহারাকে পুতুলের রূপ দেওয়ার রীতি চলে আসছে।
3/9
টেডি ডে-তে ছোট্ট একখানি টেডি দিয়ে প্রিয়জনকে প্রতীকী আদর পাঠাতে পারেন। সেই সঙ্গে দিন সোহাগী বার্তা।
4/9
বান্ধবীকে টেডি বিয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে পাঠাতে পারেন একটি গান। শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায় অভিনীত 'চলতে চলতে ' ছবিতে দুজনের রোমান্সে ব্যবহার হয়েছিল একটি টেডি।
5/9
দিল তো পাগল হ্যায় ছবিটিতে খুব বিস্তারিত ভাবে দেখানো হয়েছিল ভ্যালেন্টাইনস ডে পালন। তাই টেডি বিয়ারের সঙ্গে পাঠাতে পারেন এই গানটি।
6/9
কোনও বাংলা গানের লাইন-ও ব্যবহার করতে পারেন প্রেম জানাতে। ' শোনো না লক্ষ্মীটি গো, আসতে দিও জানলাতে রোমিও, আলতো হাতে ধরেছে যখন, জানিনা কার ছোঁয়াতে মধ্যরাতে জাগে, এ সিন্ডারেলা মন এ সিন্ডারেলা মন। '
7/9
টেডি নানা রঙের হয়। শুধু যে সফট টয় হিসেবেই টেডি দেওয়া যায় এমন নয়, নিজে হাতে আঁকা টেডি কার্ডও দেওয়া যেতে পারে।
8/9
টেডি ডে -তে ইংলিশে বার্তা পাঠাতে চাইলে তো কোনও চিন্তাই নেই। সহজ ভাবে লিখে দিন - Happy Teddy Day to the one who brings a smile to my face every day. May your teddy bear bring you comfort and joy on this special day.
9/9
টেডি পাঠানোর সঙ্গে সঙ্গে একটা চিরকুটে লিখতে পারেন, ' ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্যটাই, বিদ্রোহ আর চুমুর দিব্যি, শুধু তোমাকেই চাই।’
Published at : 10 Feb 2023 03:40 PM (IST)