Life Lesson: মুহূর্তের জন্য ভাললাগে কাউকে, কারও সঙ্গে কাটানো যায় জীবন, ডেটিং এবং সম্পর্কের মধ্যে ফারাক জানা জরুরি
অনুভূতি আর সম্পর্ক, দুইয়ের মধ্যে ফারাক রয়েছে বিস্তর। যে কোনও মানুষকে নিয়ে অনুভূতি থাকতে পারে আপনার। ডেটেও যেতে পারেন। কিন্তু তার মানেই সম্পর্ক নয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডেটিং এবং সম্পর্কের মধ্যে এই সূক্ষ্ম ফারাক অনেকেরই বোধগম্য হয় না। তাই ব্যক্তিগত জীবনে জটিলতার সম্মুখীন হন তাঁরা।
তবে ডেটিং হোক বা সম্পর্ক, অনুভূতি জড়িয়ে থাকে দুই ক্ষেত্রেই। কিন্তু কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। সেগুলি না জানলে জটিলতা বাড়বে বই কমবে না।
Gen Z-দের মধ্যে ডেটিংয়ের ঝোঁক একটু বেশি। কারও সঙ্গে দেখা করা, মুখোমুখি বসে খোশগল্প করা, নিভৃতে সময় কিছুটা কাটানো যায় বইকি! তাঁর প্রতি মনে কিছু অনুভূতিও তৈরি হতে পারে। তাই পরস্পরকে বোঝার চেষ্টা থাকে।
কিন্তু ডেটিং কখনওই সম্পর্ক নয়। সামনের মানুষটির সঙ্গে কিছুটা সময় কাটানো গেলেও, তাঁর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা বা সারাজীবন কাটানোর সিদ্ধান্ত নাও নিতে পারেন। এক্ষেত্রে দু’জনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া নাও তৈরি হতে পারে।
সম্পর্ক সেই তুলনায় বেশি গুরুত্ব দাবি করে জীবনে। এক্ষেত্রে দু’জনের মধ্যে গভীর অনুভূতি এবং বোঝাপড়া কাজ করে। পরস্পরকে ঘিরে জড়িয়ে থাকে আবেগ, মানসিক এবং শারীরিক আকর্ষণও।
সম্পর্কের ক্ষেত্রে পরস্পরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকেন দু’জন মানুষ। তাই প্রতিটি সিদ্ধান্তই হয় ভবিষ্যৎকে মাথায় রেখে। শুধু নিজের বলে আর কিছু থাকে না, প্রতিটি ভাবনা, পরিকল্পনার অঙ্গ হয়ে ওঠেন মনের মানুষটি।
কারও সঙ্গে ডেটে গিয়ে এক-দু’ঘণ্টা কাটানো যেতেই পারে। সম্পর্কের ক্ষেত্রে মনের মানুষকে ঘিরেই ঘোরে ঘড়ির কাঁটা। হাজার কাজের মধ্যেও তাই মনের মানুষটির কাছে ছুটে যাই আমরা। অল্প ক্ষণের জন্য হলেও, একবার দেখা পেলে, হাতে হাত রাখতে পারলে মন ভাল হয়ে যায়।
কার সঙ্গে ডেটে যাচ্ছেন, তা চারপাশের মানুষ জনের থেকে গোপন রাখা যায়। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে নিজে থেকেই সকলকে জানানোর ইচ্ছে জাগে। মনের মানুষটিকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সাধ জাগে। তাঁর জন্য সব বাধা-বিপত্তির সম্মুখীন হতেও প্রস্তুত থাকি আমরা।
কারও সঙ্গে ডেটে যাওয়ার অর্থ এই নয় যে, আপনার জীবনের সঙ্গে জড়িয়ে গেলেন তিনি। কিন্তু সম্পর্কের অর্থই হল জীবনের গতিপথ বদলে যাওয়া। প্রিয় মানুষটিকে ঘিরে পছন্দ-অপছন্দ, বদলে যায় আমাদের। বাকি সবকিছুর চেয়ে পরস্পরকে প্রাধান্য দিতে শুরু করি আমরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -