E-Passport: দেশে চালু হচ্ছে ই-পাসপোর্ট ব্যবস্থা! তাহলে পুরনো পাসপোর্টগুলির কী হবে?
ই-পাসপোর্ট: ভারতে নতুন ই-পাসপোর্ট ব্যবস্থা চালু হচ্ছে। পুরনো পাসপোর্ট কি বাতিল হবে, অনেকের মনে এই প্রশ্ন।
Continues below advertisement
ভবিষ্যতে, প্রতিটি পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে শুধুমাত্র ই-পাসপোর্ট তৈরি করা হবে
Continues below advertisement
1/6
পাসপোর্ট ছাড়া বিশ্বের কোনও দেশ আপনাকে প্রবেশ করতে দেয় না। এখন দেশে পাসপোর্ট নিয়ে বড় পরিবর্তন শুরু হয়েছে। সরকার সারা দেশে ই-পাসপোর্ট ব্যবস্থা চালু করছে। এর উদ্দেশ্য হল পাসপোর্টকে আরও সুরক্ষিত করা এবং বিমানবন্দরে আপনার চেকিং দ্রুত করা।
2/6
নয়া সিস্টেমের বৈশিষ্ট্য হল এতে পাসপোর্টে একটি ছোট চিপ লাগানো হবে। যা আপনার পরিচয় সংক্রান্ত জরুরি তথ্য নিজের মধ্যে সুরক্ষিত রাখবে। দেশে এখন থেকে প্রত্যেক নতুন পাসপোর্ট একটি মাইক্রো চিপের সঙ্গে আসবে। এটি দেখতে সাধারণ পাতার পাসপোর্টের মতোই হবে। তবে কভারের ভিতরে একটি ইলেকট্রনিক চিপ লাগানো থাকবে।
3/6
এতে আপনার ছবি, নাম, জন্ম তারিখ, স্বাক্ষর এবং বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত থাকবে। এটি পরিবর্তন বা এর সঙ্গে কোনও প্রকারের কারচুপি করা প্রায় অসম্ভব। এই নতুন প্রযুক্তি পরিচয় চুরি এবং পাসপোর্ট জালিয়াতি বন্ধ করতে সাহায্য করবে।
4/6
চিহ্নিত এই পাসপোর্টগুলি বিশ্বের অনেক দেশে ইতিমধ্যে ব্যবহৃত হচ্ছে। এখন ভারতও সেই সিস্টেমের দিকে ঝুঁকছে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এয়ারপোর্টে মেশিন এক সেকেন্ডের মধ্যে আপনার তথ্য পড়তে পারে। এর ফলে বোর্ডিং প্রক্রিয়া বেশ দ্রুত হয়ে যায়।
5/6
এখন মানুষের প্রশ্ন হল পুরনো পাসপোর্ট কি বাতিল হয়ে যাবে? আপনাদের জানিয়ে দিই, সরকার স্পষ্ট করেছে যে পুরনো পাসপোর্টগুলি স্বাভাবিকভাবেই ব্যবহার করা যাবে। সেগুলি বাতিল হয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। নতুন পাসপোর্ট তখনই পাবেন যখন আপনি নতুন পাসপোর্ট বানাতে যাবেন বা পুরনোটি রিনিউ করতে যাবেন।
Continues below advertisement
6/6
ই-পাসপোর্ট বর্তমানে প্রথমে কিছু শহরে চালু করা হচ্ছিল, কিন্তু এখন এটি সারা দেশে প্রয়োগ করা হচ্ছে। ভবিষ্যতে, প্রতিটি পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে শুধুমাত্র ই-পাসপোর্ট তৈরি করা হবে। এর ফলে সারা দেশে পাসপোর্ট ব্যবস্থা একই রকম এবং আরও উন্নত হবে।
Published at : 20 Nov 2025 07:41 AM (IST)