Right Age for Facial: মন চাইলেই হল না, নির্দিষ্ট বয়সের পরই ফেসিয়াল করানো উচিত

ত্বকের পরিচর্যা দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। খুব বেশি না পারলেও, মাসে এক-দু’বার ফেসিয়াল করাতে পার্লার ছুটছেন সকলেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ত্বকের পরিচর্যায় ফেসিয়াল ভরসার জায়গা হয়ে উঠলেও, অন্য সবকিছুর মতো ফেসিয়াল শুরুর জন্যও নির্দিষ্ট বয়স রয়েছে।

ছোট্ট বয়স থেকে ফেসিয়াল করানো মোটেই কাজের কথা নয়। তাহলে কোন বয়স থেকে ফেসিয়াল করানো যায়? জানুন বিশদ তথ্য।
এমনিতে কৈশোরেই ত্বকের সমস্যা শুরু হয়ে যায়। ব্রণ, ফুসকুড়ি বাদ যায় না কিছুই। তাই ১৪-১৫ বছর বয়স থেকে বাড়িতে ত্বকের যত্ন নেওয়া শুরু করতে হবে।
বাঁধাধরা কোনও নিয়ম না থাকলেও, বয়স ২০ ছুঁলে তবেই প্রতিমাসে পার্লারে গিয়ে ফেসিয়াল করা উচিত বলে মনে করা হয়।
কৈশোরে শরীরে হরমোনের ওঠাপড়া লেগে থাকে, অত্যন্ত সংবেদনশীলও হয় ত্বক। সেই সময় বাড়িতে যতটুকু সম্ভব, ততটুকুই পরিচর্যা করা উচিত। খুব বাড়াবাড়ি কিছু না হলে, চিকিৎসক প্রসাধনী ব্যবহারের পরামর্শ না দিলে বেছে নেওয়া উচিত ঘরোয়া টোটকাই।
বয়স ২০ ছুঁলে ত্বক আগের থেকে পরিণত হয়। এই সময় থেকেই ফেসিয়ালের রেওয়াজ শুরু করা যেতে পারে।
তবে নিজে নিজে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল। ত্বকের ধরন বুঝে কোন ধরনের ফেসিয়াল আদর্শ, তা বাতলে দিতে পারেন বিশেষজ্ঞরা। তাই পরামর্শ নেওয়া উচিত।
ফেসিয়াল করালে ত্বকের স্বাস্থ্য ভাল থাকে। ত্বক উজ্জ্বল হয়, তরতাজা অনুভব করি আমরা।
চেষ্টা করুন, রাসায়নিক এড়িয়ে চলতে। ভাল ব্র্যান্ডের প্রসাধনীই এক্ষেত্রে ব্যবহার করা উচিত। সব ফেসিয়াল আবার সবার জন্য নয়। সবকিছু বুঝে নিয়ে তবেই এগোন। ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -