Kidney Health: কিডনিকে ফিল্টারের মত পরিষ্কার করে দেয় এই ৬ ফল, তরতাজা থাকবে শরীর
Kidney Health Cure: কিডনি হল আমাদের শরীরের প্রাকৃতিক ফিল্টার বা পরিস্রাবক যা কিনা আমাদের শরীরে রক্তকে পরিস্রুত করে সুস্থ করে। এই কিডনিকে সুস্থ রাখতে গেলে এই ৬ ফল খেতেই হবে।
কিডনির স্বাস্থ্য ভাল রাখবে এই ৬ ফল
1/9
সারাদিনের ক্লান্তি, ফাস্টফুড খাওয়া, চারপাশের দূষণের কারণে আমাদের শরীরে টক্সিন জমে যায় এবং কিডনির উপরে চাপ পড়ে।
2/9
কিডনি হল আমাদের শরীরের প্রাকৃতিক ফিল্টার বা পরিস্রাবক যা কিনা আমাদের শরীরে রক্তকে পরিস্রুত করে সুস্থ করে।
3/9
তবে কিডনির যত্ন না নিলে শরীরে টক্সিন জমে যায় এবং ভবিষ্যতে আর কোনও রোগের সম্ভাবনা বেড়ে যায়।
4/9
তবে বেশ কিছু ফল আপনার কিডনির স্বাস্থ্য ভাল রাখে, এদের মধ্যে প্রথমেই রয়েছে তরমুজ। এতে ৯২ শতাংশ জল থাকে। গরমের দিনে শরীরকে ডিটক্স করে এই ফল।
5/9
এরপরে আসে আপেল। এই ফলে থাকা ফাইবার টক্সিন দূর করতে সহায়তা করে। কিডনি পরিস্রুত করার সঙ্গে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে আপেল।
6/9
ভরপুর অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ভিটামিন রয়েছে বেদানায়। এই বেদানা আপনার কিডনিকে সজীব করে রাখতে পারে।
7/9
ক্র্যানবেরি এমন একটি ফল যা কিনা প্রস্রাবের মধ্যে ব্যাকটেরিয়ার মাত্রা কমিয়ে দেয়, ফলে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মত কিডনিকে সংক্রমণ থেকে রক্ষা করে।
8/9
স্ট্রবেরির রস খেলে প্রস্রাবে ক্ষারীয় উপাদান বেশি থাকবে যা কিডনিতে পাথর জমা আটকাতে সহায়তা করবে।
9/9
সবশেষে বলতেই হয় পেঁপের কথা। এতে থাকা এনজাইম ও অ্যান্টি-অক্সিড্যান্ট কিডনির প্রদাহ রোধ করে।
Published at : 25 May 2025 04:32 PM (IST)