Skin Care: রোজ শোবার আগে মুখে এই ঘরোয়া প্যাক মেখে ধুয়ে ফেলুন, দ্রুত কমবে এই ৬টি ত্বকের সমস্যা
Skin Care Routine: এই ফেসপ্যাক বানিয়ে তা শোবার আগে রোগ রাতে মুখে মেখে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে ৬টি সমস্যা নিমেষে চলে যাবে।
ত্বকের সমস্যা দূর হবে এভাবে
1/9
আমরা সকলেই চাই যাতে আমাদের ত্বক নিখুঁত হয়, উজ্জ্বল হয় এবং এর জন্য প্রতিদিন নানা নিয়ম-নীতি মেনে চলে অনেকেই।
2/9
বেশ কিছু স্কিনকেয়ার প্রোডাক্টও ব্যবহার করেন অনেকেই। আর আপনি যদি প্রাকৃতিক বা কার্যকর কিছু খোঁজেন তাহলে এর জন্য রয়েছে বেসন।
3/9
বেসনের ফেসপ্যাক বানিয়ে তা শোবার আগে রোগ রাতে মুখে মেখে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে ৬টি সমস্যা নিমেষে চলে যাবে।
4/9
বেসনে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান মুখের অতিরিক্ত তেল দূর করে এবং রন্ধ্র পরিস্কার করে। এর ফলে ব্রণর সমস্যা ধীরে ধীরে কমে যায়।
5/9
বেসন ত্বককে গভীরভাবে পরিস্কার করে। এতে ত্বকের মৃত কোশ দূর হয়। আর এর ফলে পরের দিন ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই আপনার ত্বক সতেজ দেখায়।
6/9
বেসনে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান। এই ফেসপ্যাক মাখলে ত্বকের ট্যানিং আপনা থেকেই দূর হবে। ত্বকের রঙও বদলে যাবে ধীরে ধীরে।
7/9
বেসন ত্বককে টানটান রাখতে সাহায্য করে। এটি ত্বকের গঠন উন্নত করে এবং মুখকে আরও তরুণ দেখায় এর ফলে।
8/9
অয়েলি স্কিনের কারণে চিন্তায় থাকলে দূর হবে বেসনের ফেসপ্যাকে। এই ফেসপ্যাক ত্বককে তৈলাক্ত হতে বাধা দেয়।
9/9
অনেকক্ষেত্রে ত্বকে পিগমেন্টেশনের সমস্যা দেখা যায়। এই সমস্যাও দূর করে বেসনের ফেসপ্যাক। কয়েক সপ্তাহের মধ্যেই দাগ হালকা হতে শুরু করে।
Published at : 07 Jun 2025 06:41 PM (IST)