Cancer : এই ৯ টি কারণে ক্যান্সার অনিবার্য, এমনটাই ভাবেন অনেকে, ভুল ধারণা কাটিয়ে উঠুন

ডাক্তারদের মতে ক্যান্সার সম্পর্কে প্রচলিত ভুল ধারণাগুলো ভেঙে দেওয়া হলো। ক্যান্সার বৃদ্ধির কারণ হিসেবে চিহ্নিত ৯টি বিষয় এবং তাদের সত্যতা আলোচনা করা হয়েছে।

Continues below advertisement

এই ৯ টি কারণে ক্যান্সার অনিবার্য, এমনটাই ভাবেন অনেকে, ভুল ধারণা কাটিয়ে উঠুন | These 9 Things Cause Cancer Heres How Wrong You Might Be

Continues below advertisement
1/9
অনেকেরই ধারণা, মাইক্রোওয়েভে খাবার গরম করলে ক্যান্সার হতে পারে, কিন্তু ডাক্তাররা এর সঙ্গে একমত নন। আজকাল ব্যবহৃত মাইক্রোওয়েভ-সেফ প্লাস্টিক কন্টেইনারগুলি এমনভাবে তৈরি করা হয় যে তারা গরম করার সময় ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক নির্গত করে না।
2/9
মোবাইল ফোন নিয়েও দীর্ঘদিন ধরে এই ভয় রয়েছে যে এর অতিরিক্ত ব্যবহারের ফলে ক্যান্সার হতে পারে, বিশেষ করে মস্তিষ্কের ক্যান্সার। তবে বিশেষজ্ঞদের মতে, মোবাইল ফোনের ব্যবহার বাড়লেও ব্রেন টিউমারের ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়েনি।
3/9
কৃত্রিম সুইটনার নিয়েও ক্যান্সারের ভয় ছড়ানো হয়েছে। যদিও বৃহৎ পরিসরে গবেষণা এদের সেবন ও ক্যান্সারের মধ্যে কোনো সরাসরি সম্পর্ক প্রমাণ করতে পারেনি, বেশি ব্যবহারের ফলে মেটাবলিক রেটের ওপর প্রভাব পড়তে পারে।
4/9
এক্স-রে এবং ম্যামোগ্রাফি নিয়েও অনেকে চিন্তিত থাকেন। সত্যি বলতে কি, এই পরীক্ষাগুলোতে ব্যবহৃত রেডিয়েশন খুব সামান্য পরিমাণে থাকে এবং বিশেষজ্ঞদের মতে এটি ক্যান্সারের ঝুঁকি বাড়ায় না।
5/9
চুলের রং এবং হেয়ার স্টাইলিং দ্রব্য নিয়েও সময়ে সময়ে প্রশ্ন ওঠে। গবেষণায় কিছু বিশেষ গোষ্ঠীর মধ্যে সামান্য ঝুঁকি দেখা গেছে, তবে এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা সরাসরি ক্যান্সারের কারণ হতে পারে।
Continues below advertisement
6/9
আন্ডারওয়্যার ব্রা নিয়েও নানা ভুল ধারণা আছে। এই ভয়টাও অমূলক। সম্পূর্ণভাবে একটা মিথ্যে ধারণা।
7/9
ডিওডোরেন্ট ও অ্যান্টিপারস্পিরেন্ট ব্যবহারের বিষয়েও ক্যান্সারের সংযোগের কথা বলা হয়। তবে প্রধান স্বাস্থ্য সংস্থাগুলির মতে, এগুলির ব্যবহারের সঙ্গে স্তন ক্যান্সার বা অন্য কোনো ক্যান্সারের কোনো নিশ্চিত সম্পর্ক পাওয়া যায়নি।
8/9
প্যাকেজড ফুডে ব্যবহৃত আর্টিফিশিয়াল ফুড কালারও ভয়ের কারণ হয়। যদিও এই ফুড অ্যাডিটিভগুলি নির্দিষ্ট মানের অধীনে ব্যবহার করা হয় এবং স্বাভাবিক পরিমাণে সেবনে ক্যান্সারের ঝুঁকি নেই বলে মনে করা হয়।
9/9
অনেকের ধারণা যে শুধুমাত্র ধূমপায়ীদের ফুসফুসের ক্যান্সার হয়, যদিও তা নয়। ধূমপান এর সবচেয়ে বড় কারণ অবশ্যই। তবে দূষণ, প্যাসিভ এবং জিনগত কারণে নন-স্মোকারদেরও এই রোগ হতে পারে।
Sponsored Links by Taboola