Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Skincare Tips: বয়স বাড়লেও টানটান থাকবে ত্বক, এই ফেসপ্যাক ব্যবহারে...
মানুষ যত বার্ধক্যের দিকে এগোন, বুড়িয়ে যায় ত্বকও। সময়ের সঙ্গে বলিরেখাকে গ্রহণ করতে শিখে যাই আমরাও। বয়স বৃদ্ধিকে ঠেকানো সম্ভব নয়। কিন্তু একটু চেষ্টা করলে ত্বককে দীর্ঘদিন টানটান রাখতে পারি আমরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক্ষেত্রে কিছু ফেসপ্যাক অবশ্যই উপকারী। বার্ধক্য, দূষণ, রাসায়নিক থেকে ত্বককে রক্ষা করে সেগুলি। বাড়িতে বানিয়ে নেওয়াও যায়।
ডিমে পেপটাইড থাকে, যা ত্বককে মসৃণ রাখে। ডিমের সাদা অংশ, দই এবং গুঁড়ো চিনি মিশিয়ে বানিয়ে নিন ফেসপ্যাক। ত্বক উজ্জ্বল হবে যেমন, টানটানও থাকবে। উষ্ণ গরম জলে ধুয়ে নিন মুখ। সপ্তাহে একবার ব্যবহার করুন।
কলায় অ্যান্টি অক্সিড্যান্ট উপাদান রয়েছে। মধু ক্ষতিগ্রস্ত কোষ থেকে মুক্ত করে ত্বককে। কলা চটকে তার সঙ্গে মিশিয়ে নিন মধু এবং অলিভ অয়েল। ১৫ মিনিট রেখে ধুয়ে নিন।
ত্বকে জমে থাকা ময়লা শুষে নেয় ওটমিল। ওট মিলের সঙ্গে বেসন, মধু এবং গোলাপ জল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। ১০ মিনিট মুখে রেখে ধুয়ে নিন ভাল করে।
যুগ যুগ ধরে ত্বকের পরিচর্যায় মুলতানি মাটির ব্যবহার রয়েছে। মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে নিন কাঁচা দুধ। ১৫ মিনিট রেখে ধুয়ে নিন মুখ।
ত্বক টানটান রাখতে সহায়ক যে কোলাজেন ফাইবার, ক্লে মাস্ক ব্যবহারে তার আধিক্য চোখে পড়ে। তাই গোলাপ জল, কেওলিন ক্লে এবং গুঁড়ো দুধ মিশিয়ে মুখে লাগান। মিনিট ১৫ রেখে ধুয়ে নিন।
শুনলে অবাক হবেন। কিন্তু ত্বক টানটান রাখতে কাজে লাগে ক্যাস্টর অয়েলও। ক্যাস্টর অয়েল এবং ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন কিছু ক্ষণ। এর পর মুখে, ঘাড়ে মাসাজ করুন। রাতভর রাখতে পারেন। উষ্ণ গরম জল প্রথমে এবং পরে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।
পাশাপাশি, ত্বক ঝুলে যেতে দেখলে, সেই জায়গায় নিয়মিত মাসাজ করতে পারেন। এতে রক্ত সঞ্চালন বাড়ে। কিছু সময় পর আবার টানটান হয় ত্বক।
ত্বক টানটান রাখতে সাইট্রাস যুক্ত থাবার, লিন প্রোটিন, শাক-সবজি রাখুন ডায়েটে। মনে রাখবেন, নিয়মিত পরিচর্যাতেই মিলবে সুফল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -