After Breakup: সদ্যই ব্রেকআপ হয়েছে, নিজেকে ভাল রাখতে কী কী করবেন?
ব্রেকআপ অর্থাৎ একটা সম্পর্কের শেষ হওয়া মানে সেই সম্পর্কে থাকা দুই ব্যক্তিই মানসিক ভাবে একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই পরিস্থিতিতে কীভাবে নিজেকে ভাল রাখবেন, নিজের মন ভাল রাখবেন তার খেয়াল নিজেকেই রাখতে হবে।
ব্রেকআপ হওয়ার পর সেই সম্পর্ক আর টেনে না নিয়ে যাওয়াই মঙ্গলের। বরং নিজেকে ভাল রাখার চেষ্টা করুন।
ব্রেকআপের পর মানসিক শান্তির জন্য একটা সোলো ট্রিপ প্ল্যান করতে পারেন। যাঁর যে রকম জায়গা পছন্দ সেখানে বেড়াতে যেতে পারেন। একা বেড়াতে গেলে নিজেকে আরও বেশি করে সময় দিতে পারবেন। নিজেকে চিনতে পারবেন, বুঝতে পারবেন।
পছন্দের মানুষদের সঙ্গে সময় কাটাতে পারেন। বিশেষ করে ব্রেকআপের পরে বন্ধুদের নিখাদ নির্ভেজাল দিলখোলা আড্ডা আপনাকে মানসিক ভাবে ভাল জায়গায় থাকতে অনেক সাহায্য করবে।
সেলফ কেয়ার অর্থাৎ নিজের যত্ন নেওয়া প্রয়োজন। কোনও বিউটি পার্লারে গিয়ে যেকোনও ট্রিটমেন্ট করাতে পারেন। অনেকের ক্ষেত্রে নতুন হেয়ারকাট, নিউ লুক, বডি ম্যাসাজ এসব মন-মেজাজ ভাল রাখতে সাহায্য করে।
ভাল খাবার খেলে অনেকসময়েই মন ভাল থাকে। তাই যাঁরা ভোজনরসিক তাঁরা ব্রেকআপের পর খাওয়াদাওয়ায় মন দিতে পারেন। একইসঙ্গে স্বাস্থ্যের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে।
ভাল কিছু শোনা বা পড়া অর্থাৎ ভাল গান শোনা, ভাল বই পড়া- এইসব কাজও আপনাকে ব্রেকআপের পরে পর্যায়ে ভাল রাখতে পারে।
যোগাসন এবং মেডিটেশন বা ধ্যান করলে স্ট্রেস কমে। আর আপনি মানসিক চাপমুক্ত থাকলে ভাল থাকবেন। ব্রেকআপের পরে এমনিতেও মানসিক চাপ তৈরি হয়। তাই সেই সময় যোগাসন বা মেডিটেশন আপনাকে সাহায্য করতে পারবে।
যাঁর সঙ্গে বিচ্ছেদ হয়েছে, সে যে কারণেই হোক না কেন, সেই সম্পর্কে আবার ফিরে যাওয়া একেবারেই উচিত নয়। মনে রাখবেন এমনটা করলে আদতে নিজের আত্মসম্মান খোয়ানো হবে। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -