Piercing: 'পিয়ার্সিং' করানোর আগে কী কী খেয়াল রাখবেন? জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ বিষয়
আজকাল পিয়ার্সিং করা ফ্যাশন ট্রেন্ডে ইন। আগে হয়তো শুধু কানে কিংবা নাকে পিয়ার্সিং করানোর চল ছিল। তবে এখন ট্রেন্ড বদলেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকান এবং নাকের পাশাপাশি অনেকেই ঠোঁটে পিয়ার্সিং করান। কারও বা পছন্দের পিয়ার্সিং করার জায়গায় ভ্রূপল্লবের উপরের অংশ।
পিয়ার্সিং করতে গেলে বেশ ব্যথাও লাগে। কিন্তু তারপর যত্ন সহকারে এইসব পিয়ার্সিং রাখলে দেখতেও বেশ ভাল লাগে। আপনার লুকে একটা বদল আনে এইসব পিয়ার্সিং।
আমাদের দেশের পাশাপাশি বিশ্বের অনেক প্রান্তেই দীর্ঘদিন ধরে পিয়ার্সিং করানোর চল রয়েছে। আগে হয়তো পোশাকি নাম ছিল না। তবে হালফিলে ফ্যাশনের জোয়ারে ভেসে তা নাম পেয়েছে।
কিন্তু এইসব পিয়ার্সিং করানোর আগে একটু সতর্ক থাকা প্রয়োজন। কিছু নিয়ম মেনে চললে পরবর্তীকালে আপনাকে আর কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না।
তাহলে চলুন একনজরে দেখে নেওয়া যাক পিয়ার্সিং করানোর আগে এবং পরে কোন কোন বিষয়ে অতি অবশ্যই সতর্ক থাকবেন।
এক বা একাধিক পিয়ার্সিং করানোর পরিকল্পনা থাকলে অবশ্যই নামজাদা প্রফেশনাল পিয়ার্সিং আর্টিস্টদের কাছে যান। হাতে সময় নিয়ে পিয়ার্সিং করানো প্রয়োজন। তাড়াহুড়োয় সমস্যা বাড়তে পারে।
ভাল করে খোঁজ খবর নিয়ে তবে পিয়ার্সিং করাতে যান। সে অংশে পিয়ার্সিং করাতে যাচ্ছেন তার ফলে কোনও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে কিনা তা জেনে নিন।
যিনি আপনার পিয়ার্সিং করবেন, তিনি প্রফেশনাল কিনা, তাঁর রেটিং কেমন এসব জেনে নিয়ে তবেই পার্লারে যান। যেকোনও পথচলতি দোকানে গিয়ে পিয়ার্সিং না করাই মঙ্গলের।
পিয়ার্সিং করার যন্ত্রপাতি এবং যে গয়না পরবেন তা পরিষ্কার রাখুন। পিয়ার্সিং করার পর সেই অংশ ভালভাবে পরিষ্কার না রাখলে ইনফেকশন বাড়বে। তাই সতর্ক থাকুন। চিকিৎসকের পরামর্শ নিন। ব্যথা কমলেও অস্বস্তি থাকতে পারে। বাড়াবাড়ি হলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। ছবি সৌজন্যে- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -