Lifestyle News: পার্টনারের পাশে থাকতে চান? কাজে দিতে পারে এই টিপস
সম্পর্কে রয়েছেন, কিন্তু পাশে থাকতে পারেন কি? Relationship-র ক্ষেত্রে বহু সময়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় এটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযদিও কয়েকটি দিকে নজর দিলে এই সমস্যা হয়তো তেমন বড় বলে নাও মনে হতে পারে।
কী সেই বিশেষ দিক? একবার চোখ বোলানো যাক। তবে তার আগে একটা ছোট্ট বিষয় মনে রাখলে ভাল। সম্পর্ক সুস্থ ও তরতাজা রাখতে স্বতঃস্ফূর্ত কিছু উদ্যোগ ভীষণ জরুরি।
প্রথমত, দুজন মানুষ স্বতন্ত্র। তাঁদের মতামত আলাদা হতেই পারে। তাই মতভেদও অস্বাভাবিক নয়। কিন্তু মতান্তর মানে মনান্তর নয়, এটা খেয়াল রাখা দরকার।
'পার্টনার'-র মতামতের সঙ্গে আপনি একমত নাও হতে পারেন। কিন্তু সেটার উপর ভিত্তি করে তাঁকে 'judge' করলে সমস্যা বাড়বে বৈ কমবে না।
একে অন্যের সঙ্গে যতটা খোলাখুলি ও সৎ ভাবে কথা বলা সম্ভব, বলুন। আপনারা একই দলে, একটি 'টিম'--তর্কাতর্কির মুহূর্তেও ভুলে গেলে চলবে না।
কাজের পাশাপাশি পার্টনারের জন্যও সময় বের করা দরকার। বেড়াতে যাওয়া, সিনেমা দেখা বা এমন কোনও কাজ যেটা আপনারা দুজন একসঙ্গে করতে ভালোবাসেন, সে জন্য নিয়মিত সময় বের করতেই হবে।
বিশ্বাসের ভিত যেন অল্পেতেই টাল না খায়। বার্তাটি আপনার সঙ্গীকে দিয়ে দেখতে পারেন, শ্রদ্ধা ও ভরসার টান বাড়বে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -