Lifestyle News: পার্টনারের পাশে থাকতে চান? কাজে দিতে পারে এই টিপস

Tips On How To Support Partner: সম্পর্কে রয়েছেন, কিন্তু পাশে থাকতে পারেন কি? Relationship-র ক্ষেত্রে বহু সময়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় এটি। যদিও কয়েকটি দিকে নজর দিলে এটি সমস্যা বলে নাও মনে হতে পারে।

পার্টনারের পাশে থাকতে কাজে দিতে পারে এই টিপস

1/8
সম্পর্কে রয়েছেন, কিন্তু পাশে থাকতে পারেন কি? Relationship-র ক্ষেত্রে বহু সময়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় এটি।
2/8
যদিও কয়েকটি দিকে নজর দিলে এই সমস্যা হয়তো তেমন বড় বলে নাও মনে হতে পারে।
3/8
কী সেই বিশেষ দিক? একবার চোখ বোলানো যাক। তবে তার আগে একটা ছোট্ট বিষয় মনে রাখলে ভাল। সম্পর্ক সুস্থ ও তরতাজা রাখতে স্বতঃস্ফূর্ত কিছু উদ্যোগ ভীষণ জরুরি।
4/8
প্রথমত, দুজন মানুষ স্বতন্ত্র। তাঁদের মতামত আলাদা হতেই পারে। তাই মতভেদও অস্বাভাবিক নয়। কিন্তু মতান্তর মানে মনান্তর নয়, এটা খেয়াল রাখা দরকার।
5/8
'পার্টনার'-র মতামতের সঙ্গে আপনি একমত নাও হতে পারেন। কিন্তু সেটার উপর ভিত্তি করে তাঁকে 'judge' করলে সমস্যা বাড়বে বৈ কমবে না।
6/8
একে অন্যের সঙ্গে যতটা খোলাখুলি ও সৎ ভাবে কথা বলা সম্ভব, বলুন। আপনারা একই দলে, একটি 'টিম'--তর্কাতর্কির মুহূর্তেও ভুলে গেলে চলবে না।
7/8
কাজের পাশাপাশি পার্টনারের জন্যও সময় বের করা দরকার। বেড়াতে যাওয়া, সিনেমা দেখা বা এমন কোনও কাজ যেটা আপনারা দুজন একসঙ্গে করতে ভালোবাসেন, সে জন্য নিয়মিত সময় বের করতেই হবে।
8/8
বিশ্বাসের ভিত যেন অল্পেতেই টাল না খায়। বার্তাটি আপনার সঙ্গীকে দিয়ে দেখতে পারেন, শ্রদ্ধা ও ভরসার টান বাড়বে।
Sponsored Links by Taboola