Lifestyle Tips: খুদে মনের আত্মবিশ্বাস বাড়াতে অবশ্যই মানুন নিয়মগুলি

Self Esteem In Children:লেখাপড়া থেকে খেলাধুলো বা সৃজনশীল কাজ। বেশিরভাগ ক্ষেত্রে গোড়ার পাঠ নেওয়ার সেরা সময় শৈশব। কিন্তু দক্ষতা অর্জনের জন্য প্রতিভার পাশাপাশি আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ থাকাও জরুরি।

শিশুর আত্মমর্যাদাবোধ বাড়াতে মানুন এই নিয়ম

1/8
লেখাপড়া থেকে খেলাধুলো বা অন্য কোনও সৃজনশীল কাজ। বেশিরভাগ দিকেই গোড়ার পাঠ নেওয়ার সেরা সময় শৈশব।
2/8
কেউ গান, কেউ নাচ, কেউ বা আবার ছবি-আঁকা। প্রতিভা ও ইচ্ছার রকমফের অনুযায়ী কম-বেশি প্রত্যেক শিশুরই সাধারণত নতুন কিছু না কিছু শেখার তাগিদ থাকে।
3/8
কিন্তু যে কোনও ক্ষেত্রে দক্ষ হতে গেলে প্রতিভা ও উৎসাহ ছাড়াও যেটি অত্যন্ত জরুরি তা হল আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ।
4/8
নানা কারণে বহু শিশুই আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধের অভাবে ভোগে। তবে কয়েকটি বিষয় চর্চা করলেই বাড়তে পারে এই দুটি।
5/8
হাতের কাজ হোক বা অন্য কিছু, তার করা সমস্ত ছোটখাটো সাফল্যের প্রশংসা করা দরকার। এতে ভবিষ্যতে নতুন কিছু করতে তার আগ্রহ বাড়বে।
6/8
ভাই-বোন বা বন্ধুবান্ধবের সঙ্গে অহেতুক নেতিবাচক তুলনা শিশুর পক্ষে উদ্বেগজনক হতে পারে। এতে তার আত্মমর্যাদাবোধও তলানিতে ঠেকতে পারে।
7/8
সন্তানের কাছে তার অভিভাবকই রোড মডেল। সুতরাং অভিভাবক কী করছেন, তাঁর জীবনযাপন, আচরণ এগুলিও নজরে রাখা জরুরি।
8/8
শিশুকে ধীরে ধীরে ছোটখাটো বিষয়ের দায়িত্ব দিলে ভাল। তা হলে সে সব কাজের জন্য পরমুখাপেক্ষী হবে না। আর এই আত্মনির্ভরতা নিজের সম্পর্কে ইতিবাচক ধারণাও তৈরি করবে।
Sponsored Links by Taboola