Lifestyle Tips: আয়না চমকাবে চটপট ! চোখ ধাঁধাবে আপনারও

Mirror Care: কখনও হাত লেগে হোক বা বাইরের ময়লা, আয়না দ্রুত নোংরা হতে পারে।

ফাইল ছবি

1/9
ঘরবাড়ি গুছিয়ে এবং যত্নে রাখা নিজেকে ভাল রাখার মতোই গুরুত্বপূর্ণ। কোনও একটা অংশে খেয়াল না রাখলেই তাতে ধুলো ময়লা জমে নষ্ট হতে পারে।
2/9
প্রতিদিন যে আয়নায় মুখ দেখি, সেই আয়না পরিষ্কার করতে নাজেহাল হতে হয়। অনেক সময়ই নোংরা, আঙুুলের ছাপ পড়ে যায় তাতে।
3/9
বারবার জল দিয়ে আয়না মুছলে তাতে জলেরও দাগ হয়ে যায়, তাই বিকল্প হিসেবে কী ব্যবহার করা যায় রইল তাপ সন্ধান।
4/9
অল্প জলে খবরের কাগজ ভিজিয়ে নিতে হবে। এরপর হালকা হাতে আয়না মুছতে হবে।
5/9
সামান্য পাউডার ছড়িয়ে দিতে হবে আয়নায়। এরপর নরম কাপড় দিয়ে মুছে নিতে হবে ওই পাউডার। আয়না পরিষ্কার হওয়ার পাশাপাশি দাগও উঠে যায়।
6/9
অর্ধেক চা চামচ জলের সঙ্গে এক চামচ টুথপেস্ট মেশাতে হবে। এরপর তা আয়নায় লাগাতে হবে। শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই ঝকঝকে হবে আয়না।
7/9
অ্যালকোহল স্প্রে করা যেতে পারে আয়নায়। কিছুক্ষণ রেখে মুছে ফেলতে হবে কাপড় দিয়ে।
8/9
ভিনিগারের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে মিশ্রণ তৈরি করে ফেলুন। ১০ মিনিট ওই মিশ্রণ আয়নায় লাগিয়ে রেখে শুকনো কাপড় দিয়ে ধুয়ে ফেলতে হবে।
9/9
ভিনিগারের সঙ্গে তিন চামচ পাতিলেবু মিশিয়ে স্প্রে বোতলে রেখে দিন। ওই স্প্রে আয়নায় দিয়ে ২ থেকে ৩ মিনিট রেখে মুছে ফেলুন।
Sponsored Links by Taboola