Hair Colour: পুজোর আগে চুলে রঙ করাবেন ভাবছেন? চুলের রঙ অনেকদিন টিকিয়ে রাখার জন্য কী কী করতে হবে
পুজোর আর বেশিদিন বাকি নেই। চুলে রঙ করানোর পরিকল্পনা রয়েছে? নিয়ন রঙ এখন ফ্যাশনে ইন। তাই চুলে রঙ করতেই পারেন। তবে তা দীর্ঘদিন টিকিয়ে রাখতে চাইলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচুলে রঙ করা থাকলে ড্রায়ার বা স্ট্রেটনার ব্যবহারে সতর্ক থাকুন। এই জাতীয় হিটিং টুল সহজে চুলের রঙ ফিকে করে দেয়।
অনেকেই প্রতিদিন বাড়ির বাইরে বেরিয়ে থাকেন। রাস্তাঘাটে ধুলোবালিতে চুলের যা হাল হয়, তার ফলে বাড়ি ফিরে শ্যাম্পু করে চুল ধুয়ে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন।
চুলে রঙ করা থাকলে প্রতিদিন নরমাল শ্যাম্পু ব্যবহার না করে মাঝে মাঝে ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন। নিজের চুলের ধরন অনুসারে বেছে নিতে হবে ড্রাই শ্যাম্পু। এই জাতীয় শ্যাম্পু ব্যবহার করলে চুলে রঙ টিকে থাকবে অনেকদিন।
চুলে যখন এমনি শ্যাম্পু ব্যবহার করবেন, তখন অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। আপনার চুলের ধরন অনুসারে কন্ডিশনার বেছে নেওয়া প্রয়োজন। দরকার হলে চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।
ওয়েট শ্যাম্পু এবং জল ব্যবহার করে চুল পরিষ্কার করে লাইট কন্ডিশনার ব্যবহার করা প্রয়োজন, যা অনেকদিন আপনার চুলের রঙ টিকিয়ে রাখবে।
বেশি গরম জল দিয়ে চুল পরিষ্কার করা কখনই উচিত নয়। বরং হাল্কা গরম জল দিয়ে চুলের শ্যাম্পু ধুয়ে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন।
হাল্কা গরম জল মূলত আপনার হেয়ার কিউটিকলস ভাল রাখতে এবং স্ক্যাল্প ঠিক রাখতে সাহায্য করে। ফলে চুলের রঙ টিকে থাকবে অনেকদিন।
চুলে রঙ করা থাকলে তা অনেকদিন টিকিয়ে রাখতে চাইলে চুলে হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। কালার হেয়ারের জন্য বিশেষ ধরনের হেয়ার মাস্ক পাওয়া যায়। এমনিতেও হেয়ার মাস্ক আপনার চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করে, চুল হাইড্রেটেড রাখে।
এর পাশাপাশি স্প্লিট এন্ডস বা চুল মাঝখান থেকে ভেঙে যাওয়ার সমস্যাও দূর হয় হেয়ার মাস্কের সাহায্যে। এছাড়াও হেয়ার মাস্ক চুলের রঙ সহজে ফিকে হতে দেয় না। রোদ, ধুলো এসবের হাত থেকেও চুল রক্ষা করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -