Joint Pain Prevention: শীতকালে গাঁটের ব্যথা বেশি ভোগায়? মুক্তি পেতে পারেন সহজেই
শীতকালে এমনিতেই ব্যথা-যন্ত্রণা একটি বেশি অনুভূত হয়। গাঁটের ব্যথার সমস্যা থাকলে তো কথাই নয়। ছবি: ফ্রিপিক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই শীতকালে সাবধানে থাকতে হয় আমাদের। একটু এদিক ওদিক হলেই পেশিতে টান ধরে, গাঁটের ব্যথায় নড়াচড়াই করতে পারি না আমরা। ছবি: ফ্রিপিক।
তাই গাঁটের ব্যথায় ভোগেন যাঁরা, শীতকালে বেশি সাবধানতা জরুরি। কিছু নিয়ম মেনে চললেই আর ভুগতে হবে না। ছবি: ফ্রিপিক।
শীতের মরশুমে জবুথবু হয়ে বসে থাকাতেই কাল হয়। শারীরিক ভাবে সক্রিয় থাকতে হবে। তাই বলে অত্যধিক পরিশ্রম নয়। কিন্তু শরীরকে সচল রাখতে হবে। ছবি: ফ্রিপিক।
শীতের মরশুমে হালকা ব্যায়াম অবশ্যই করুন। যোগব্যায়াম বা পিলাটের উপর ভরসা করতে পারেন। ব্রিস্ক ওয়াকও উপকারী। ছবি: ফ্রিপিক।
শীতকালে কোনও ভাবেই ওজন বাড়তে দেবেন না। এতে গাঁটের উপর আরও চাপ পড়ে, তা থেকে মাথাচাড়া দেয় ব্যথা, যন্ত্রণা। পর্যাপ্ত পরিমাণ জলপান করুন অবশ্যই। ছবি: ফ্রিপিক।
বেশি সাহস দেখাতে গিয়ে শীতের জামাকাপড় বিসর্জন দিলে চলবে না। গরম জামাকাপড় পরুন এই সময়। বাইরে বেরনোর সময় ঢেকে রাখুন নিজেকে। ছবি: ফ্রিপিক।
শীতকালে ঘর গরম রাখুন। প্রয়োজনে হিটিং প্যাড বা হট ওয়াটার ব্যাগ রাখুন নাগালের মধ্যে। রাতের বেলা হিটিং কয়েল জ্বালিয়ে শোবেন না যেন! ছবি: ফ্রিপিক।
মেঘলা আকাশ, হাওয়ার দাপটে মেজাজও খিটখিটে হয়ে যায়। এই সময় উৎসাহ হারালে চলবে না। গরম জলে স্নান করুন, গাঁটের ব্যথার জন্য বিশেষ ব্যায়াম করুন। ছবি: ফ্রিপিক।
অবশ্যই পর্যাপ্ত পরিমাণ জলপান করুন। জলশূন্যতা থেকেও পেশির যন্ত্রণা হয়। পুষ্টিকর খাবার খান এবং অবশ্যই গায়ে রোদ পড়তে দিন। ছবি: ফ্রিপিক। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -