Oral Health: দাঁত এবং মাড়ির যত্ন নেওয়ার জন্য প্রতিদিন কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে, দেখে নিন একনজরে

Oral Health Care: প্রতিদিন নিয়মমাফিক দাঁত এবং মাড়ির যত্ন নিন। সময় থাকতে সতর্ক না হলে বিপদে পড়বেন।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1/10
দাঁত এবং মাড়ির যত্ন নেওয়া বাচ্চা থেকে বড় সকলের জন্যই প্রয়োজন। প্রতিদিন দাঁত এবং মাড়ির যত্ন নেওয়ার ক্ষেত্রে কী কী করবেন দেখে নিন।
2/10
দিনে দু'বার ব্রাশ করা প্রয়োজন। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করা প্রয়োজন। বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক, সকলেই এই নিয়ম মেনে চলা প্রয়োজন।
3/10
বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে দাঁত এবং মাড়ির যত্ন নেওয়া প্রয়োজন। সামান্য অসুবিধা হলেও অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
4/10
দাঁত মাজার সময় ব্রাশ এবং পেস্ট, বিশেষ করে ব্রাশের ব্যাপারে খেয়াল রাখতে হবে। একটা টুথব্রাশ বেশিদিন ব্যবহার করবেন না। যাঁদের দাঁতের সমস্যা রয়েছে তাঁরা এই ক্ষেত্রে সতর্ক থাকুন।
5/10
জল ছাড়া বাকি যা খাবার খাবেন, তার পরেই মুখ ধুয়ে নেওয়া প্রয়োজন। পরিষ্কার জল দিয়ে ভাল করে মুখ কুলকুচি করে ধুয়ে নিতে হবে।
6/10
দাঁতের পাশাপাশি মাড়ির যত্ন নেওয়াও প্রয়োজন। সেক্ষেত্রে মাড়ি পরিষ্কার রাখা সবার আগে দরকার। তবে ব্রাশ দিয়ে জোরে ঘষে কখনই মাড়ি পরিষ্কার করা উচিত নয়।
7/10
দাঁত এবং মাড়ি থেকে অনেক সময় রক্ত পড়ার সমস্যা দেখা দেয়। এই সমস্যা একেবারেই অবহেলা করা উচিত নয়। বরং অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
8/10
শুধু নিয়ম করে দাঁত মাজলেই হবে না। দাঁত এবং মাড়ি পরিষ্কার রাখার পাশাপাশি মাউথ ওয়াশ দিয়ে মুখে ধুয়ে নেওয়াও প্রয়োজন।
9/10
বাচ্চাদের ক্ষেত্রে বাবা-মায়েরা সতর্ক থাকুন। মিষ্টি বা চকোলেট বাচ্চাদের দাঁতে ক্যাভিটির সমস্যা তৈরি করতে পারে। তাই এ জাতীয় খাবার দাবার থেকে বাচ্চাদের দূরে রাখুন।
10/10
ধূমপান মারাত্মক ভাবে দাঁত এবং মাড়ির ক্ষতি করে। দাঁতে কালচে দাগ-ছোপের পাশাপাশি দাঁতের এনামেল ক্ষয়ে যেতে পারে। তাই সতর্ক থাকুন। ছবি সূত্র- পিক্সেলস।
Sponsored Links by Taboola