Summer Heat: এই গরমে রোদের তাপ থেকে কীভাবে যত্নে রাখবেন আপনার প্রিয় পোষ্যকে?
চৈত্রেই যে হারে পারদ চড়ছে বোঝাই যাচ্ছে এবার বৈশাখে কার্যত কাঠফাটা গরম পড়তে চলেছে। এই গরমে পোষ্যদের সঠিক ভাবে যত্ন করা প্রয়োজন, যাতে ওদের কোনও ক্ষতি না হয়, সমস্যা না হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকনজরে দেখে নিন এই গরমে কীভাবে নিজের পোষ্যের সঠিক ভাবে যত্ন করবে। সহজ কয়েকটি বিষয় মাথায় রাখলেই পোষ্যদের সঠিক ভাবে যত্ন হবে।
গরমকালে শরীর খুব সহজে ডিহাইড্রেটেড হয়ে যায়। তাই পোষ্যদের শরীরে জলের ঘাটতি হতে দেওয়া চলবে না। নিয়ম করে পোষ্যদের সঠিক পরিমাণে জল খাওয়াতে হবে।
যে পাত্রে পোষ্যকে জল খেতে দেন সেই পাত্র নিয়মিত পরিষ্কার করতে হবে। তার সঙ্গে জল পাল্টে দিতে হবে।
আপনি যেমন গরমকালে বাইরে বেরোলে ছাতা নিয়ে বেরোন, ব্যবহার করেন সানগ্লাস কিংবা টুপি, তেমনই পোষ্যদেরকেও রোদ থেকে দূরে ছায়ার মধ্যে রাখার চেষ্টা করুন।
বিশেষ করে দিনের বেলায় সেভাবে বাড়ির বাইরে রোদে বেরোতে না দেওয়াই ভাল। তাই বলে সারাদিন বাড়িতে বদ্ধ করে রাখবেন না। এটা হলে পোষ্যদের অন্য ধরনের অসুবিধা দেখা দেবে।
গরমকালে যদি পোষ্যদের বাড়ির বাইরে নিয়ে যেতে হয়, তাহলে সবচেয়ে ভাল সময় হল সকালবেলা। নিজের যদি মর্নিং ওয়াকের অভ্যাস থাকে তাহলে সেই সময় পোষ্যকে সঙ্গে নিয়ে বেরোতে পারেন।
অথবা বিকেলে কিংবা সন্ধ্যায় যখন রোদের তেজ থাকবে না তখন পোষ্যকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরোতে পারেন। পোষ্য সঙ্গে থাকলে আপনার সান্ধ্যভ্রমণও বেশ ভালোই হবে।
যদি কোনওভাবে পোষ্যের শরীরে কোনও উপসর্গ দেখতে পান বা অসঙ্গতি লক্ষ্য করেন তাহলে অবহেলা করবেন না। ওদের সমস্ত লক্ষণ ভালভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন।
গরমের দিনে পোষ্য কোনওভাবে অসুস্থ হয়ে পড়লে একেবারেই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। নাহলে সমস্যা বাড়তে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -