Makeup Brushes: মেকআপ ব্রাশ কীভাবে পরিষ্কার করবেন? রইল সহজ কিছু টিপস
Makeup Brush Clean: নিয়মিত ভাবে পরিষ্কার করে রাখলে তবেই অনেকদিন টিকবে আপনার মেকআপ করার ব্রাশ। সেই সঙ্গে কীভাবে ওই মেকআপ ব্রাশ আপনি সংগ্রহ করছে সেটাও গুরুত্বপূর্ণ।
প্রতীকী ছবি ছবি সূত্র- পিক্সেলস
1/10
মেকআপ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্রাশের প্রয়োজন হয়। এইসব ব্রাশ সঠিকভাবে ধুয়ে রাখাও দরকার। ঠিকমতো যত্ন করে রাখলে তবেই মেকআপ করার ব্রাশ অনেকদিন টিকবে।
2/10
মেকআপ ব্রাশ কীভাবে ভাল করে পরিষ্কার করবেন এবং যত্নে রাখবেন তার জন্য রইল সহজ কিছু টিপস। একনজরে সেই টিপসগুলো দেখে নিন।
3/10
যাঁরা নিয়মিত ভাবে মেকআপ করে থাকেন, তাঁরা অন্তত দু'সপ্তাহে একবার মেকআপ ব্রাশ পরিষ্কার করুন। যে জায়গায় মেকআপ ব্রাশ রাখেন সেই জায়গাও পরিষ্কার রাখা দরকার।
4/10
মেকআপ ব্রাশ পরিষ্কার করার জন্য একটা কাচের বাটিতে হাল্কা গরম জল নিয়ে তার মধ্যে কিছুটা শ্যাম্পু গুলে নিন।
5/10
এবার ওই তরলের মধ্যে ডুবিয়ে দিন মেকআপ ব্রাশ। কিছুক্ষণ ব্রাশ ভিজে গেলে তারপর আলতো হাতে ব্রাশের মাথাগুলো ঘষে মেকআপ তুলে পরিষ্কার করে নিন।
6/10
মেকআপ ব্রাশ থেকে আগের লেগে থাকা মেকআপের উপকরণ উঠে গেলে তারপর পরিষ্কার ঠান্ডা জলে আরও একবার মেকআপ করার ওইসব ব্রাশ ধুয়ে নিতে হবে।
7/10
শুধু ধুয়ে নিলেই হবে না। মেকআপ ব্রাশ ভালভাবে শুকনো করে মুছে নেওয়াও প্রয়োজন যাতে জল না থাকে। কারণ জল থেকে গেলে ওই ব্রাশ যে মেকআপ প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহার করা হবে সেই প্রোডাক্ট খারাপ হয়ে যেতে পারে। তাই সতর্ক থাকা প্রয়োজন।
8/10
মেকআপ ব্রাশ আপনি কীভাবে সংগ্রহ করছেন অর্থাৎ কীভাবে কোথায় রাখছেন, তার উপরেও ওই সমস্ত মেকআপ ব্রাশের মেয়াদ নির্ভর করে।
9/10
সাধারণত কোনও কাপড়ের পাউচ জাতীয় জিনিসে মুড়ে মেকআপ ব্রাশ রাখলে তা অনেকদিন পর্যন্ত ভাল থাকে।
10/10
অতএব মেকআপ ব্রাশ ভাল করে ধুয়ে তারপর মুছে শুকিয়ে নিয়ে একটি পাউচের মধ্যে রাখলে তা দীর্ঘদিন ভাল থাকবে।
Published at : 04 Dec 2022 07:15 PM (IST)