Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
White Clothes Wash Care: গরমে নোংরা হচ্ছে সাদা জামা! যত্নে রাখবেন কীভাবে?
প্রবল গরমে অনেকেই হালকা রঙের জামা পরতে পছন্দ করেন। বিশেষ করে সাদা রঙের পোশাক। এই রং চোখের আরাম দেয়। পাশাপাশি তাপও কম শুষতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগরমে সাদা পোশাকের বেশি ব্যবহারে তা দ্রুত নোংরাও হয়। আবার কখনও কখনও সেই নোংরা তুলতে নাজেহাল হতে হয়। কীভাবে পোশাকের যত্ন নেবেন?
এক বালতি ভর্তি সামান্য উষ্ণ জল ভরতে হবে। খেয়াল রাখতে হবে সেই জল যেন জামা পুড়ে না যায়। এমন ভাবে জামা রাখতে হবে যাতে তা পুরোটা ভিজে যায়।
দুই চা চামচ বেকিং সোডা নিতে হবে। তাতে মেশাতে হবে অর্ধেক লেবু। এবার ওই মিশ্রণের সঙ্গেই দিতে হবে ভিনিগার। এই পুরো মিশ্রণটি মেশাতে হবে জলের সঙ্গে।
যেসব সাদা পোশাক নোংরা হয়ে গিয়েছে, সেই সব জামা একসঙ্গে মিশিয়ে দিতে হবে। ভাল ফল পেতে সারা রাতও ভিজিয়ে রাখা যেতে পারে।
পরের দিন সকালে ওই জামা ওয়াশিং মেশিনে দিয়ে দিতে পারেন। অথবা ডিটারজেন্টে মিশিয়ে কেচে নিতে হবে।
কাচার পর অবশ্যই কড়া রোদে জামা মেলবেন না। কম রোদ বা ছায়া রয়েছে এমন জায়গায় শুকাতে দিন কাচার পর।
তবে সাদা পোশাক ঠিক পদ্ধতিতে গুছিয়ে রাখলে পরিষ্কার রাখা যায়। খবরের কাগজ বা বাটার পেপারে মুড়ে রাখা যেতে পারে সাদা জামা।
জামা ধোয়ার সময় খেয়াল রাখতে হবে যেন সাবানের পরিমাণ বেশি না হয়। সাবান থেকে গেলে তাতে নোংরা হওয়ার আশঙ্কা বেশি থাকে।
ধোয়ার সময় মনে রাখতে হবে অন্য কোনও গাঢ় রঙের পোশাকের সঙ্গে যেন সাদা রঙের পোশাক মিশে না যায়। না হলে তা থেকে সাদা জামায় রং লেগে যেতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -