White Clothes Wash Care: গরমে নোংরা হচ্ছে সাদা জামা! যত্নে রাখবেন কীভাবে?
Lifestyle Tips: গরমে সাদা জামায় বাড়ে আরাম, কীভাবে দাগহীন রাখবেন জামা?
ফাইল ছবি
1/10
প্রবল গরমে অনেকেই হালকা রঙের জামা পরতে পছন্দ করেন। বিশেষ করে সাদা রঙের পোশাক। এই রং চোখের আরাম দেয়। পাশাপাশি তাপও কম শুষতে পারে।
2/10
গরমে সাদা পোশাকের বেশি ব্যবহারে তা দ্রুত নোংরাও হয়। আবার কখনও কখনও সেই নোংরা তুলতে নাজেহাল হতে হয়। কীভাবে পোশাকের যত্ন নেবেন?
3/10
এক বালতি ভর্তি সামান্য উষ্ণ জল ভরতে হবে। খেয়াল রাখতে হবে সেই জল যেন জামা পুড়ে না যায়। এমন ভাবে জামা রাখতে হবে যাতে তা পুরোটা ভিজে যায়।
4/10
দুই চা চামচ বেকিং সোডা নিতে হবে। তাতে মেশাতে হবে অর্ধেক লেবু। এবার ওই মিশ্রণের সঙ্গেই দিতে হবে ভিনিগার। এই পুরো মিশ্রণটি মেশাতে হবে জলের সঙ্গে।
5/10
যেসব সাদা পোশাক নোংরা হয়ে গিয়েছে, সেই সব জামা একসঙ্গে মিশিয়ে দিতে হবে। ভাল ফল পেতে সারা রাতও ভিজিয়ে রাখা যেতে পারে।
6/10
পরের দিন সকালে ওই জামা ওয়াশিং মেশিনে দিয়ে দিতে পারেন। অথবা ডিটারজেন্টে মিশিয়ে কেচে নিতে হবে।
7/10
কাচার পর অবশ্যই কড়া রোদে জামা মেলবেন না। কম রোদ বা ছায়া রয়েছে এমন জায়গায় শুকাতে দিন কাচার পর।
8/10
তবে সাদা পোশাক ঠিক পদ্ধতিতে গুছিয়ে রাখলে পরিষ্কার রাখা যায়। খবরের কাগজ বা বাটার পেপারে মুড়ে রাখা যেতে পারে সাদা জামা।
9/10
জামা ধোয়ার সময় খেয়াল রাখতে হবে যেন সাবানের পরিমাণ বেশি না হয়। সাবান থেকে গেলে তাতে নোংরা হওয়ার আশঙ্কা বেশি থাকে।
10/10
ধোয়ার সময় মনে রাখতে হবে অন্য কোনও গাঢ় রঙের পোশাকের সঙ্গে যেন সাদা রঙের পোশাক মিশে না যায়। না হলে তা থেকে সাদা জামায় রং লেগে যেতে পারে।
Published at : 04 Jun 2024 05:44 PM (IST)