Raksha Bandhan 2023: রাখির 'এথনিক' সাজেও থাকুক বলিউডি ছোঁয়া, রইল ১০ সন্ধান
Bollywood Ethnic Outfits: সাজগোজে বলিউড তারকাদের অনুসরণ করতে আমরা অনেকেই পছন্দ করি। সামনেই রাখিবন্ধন। কীরকম সাজবেন ঠিক করতে পারছেন না? বলিউড অভিনেত্রীদের থেকে অনুপ্রাণিত কিছু লুক রইল।
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10
প্যাস্টেল শেড - যে কোনও উৎসব অনুষ্ঠানে 'প্যাস্টেল শেড'-এর পোশাক মন জয় করতে বাধ্য। রাখির জন্য মিষ্টি কোনও রং বাছতে পারেন যা চোখেও আরাম দেবে। সেই সঙ্গে বেবোর মতো 'শিমারি' শাড়ি হলে তো কথাই নেই।
2/10
সিল্ক সুপ্রিম - অল্প চেষ্টায় শ্রেষ্ঠ ইম্প্যাক্ট ফেলতে চান? সেরা উপায়, সিল্কের পোশাক বাছুন। জমকালো সিল্ক এথনিক চুড়িদার বা সালোয়ার কামিজ পরতে পারেন, এক্কেবারে আথিয়া শেট্টি মতো। সঙ্গে হালকা মেকআপ।
3/10
'শারারা শারারা' - ২০১৯ সালের সবচেয়ে ট্রেন্ডিং 'এথনিক পোশাক'-এর ধারা থাকুক অব্যাহত। এই উৎসবের দিনেও ঝকঝকে শারারা পরে ফেলুন, দেখুন নিজেকে কিয়ারার মতো লাগছে কি না। আর যত বেশি ঢেউ খেলবে পোশাকে, তত বেশি নজর কাড়বেন আপনি।
4/10
চর্চায় চিকনকারি - ট্রেডিশনাল পোশাকে, চিকনকারি ডিজাইন কখনও ব্যর্থ হয় না। হালকা রঙের পোশাক বাছুন, তাতে ভারী চিকনকারি কাজ থাক। অনারকলি স্টাইলের চুড়িদারে একেবারে সোনম কপূরের মতো দেখাবে।
5/10
অনারকলি - খুব বেশি কাজ করা পোশাক না পসন্দ, অথচ বাকিদের থেকে আলাদাও দেখাতে চান। কী করা যায়? বেছে নিন অনারকলি! বিশাল ঘের সমেত এই পোশাকে থাক হালকা সিক্যুইন বা জড়ির কাজ। সোনম বাজওয়ার থেকে সাহায্য নিতে পারেন।
6/10
ফিউশনেই বাজিমাত - রোজের শাড়ি, চুড়িদার পরে পরে ক্লান্ত। সাজে আনুন ট্যুইস্ট। প্রিন্ট বা টেক্সচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে ফিউশন পোশাকও তৈরি করে ফেলতে পারেন। শাড়ির সঙ্গে রাখুন লম্বা এথনিক জ্যাকেট! অনুপ্রেরণা নিতে পারেন সোনাক্ষী সিংহর থেকে।
7/10
মিউটেড রং - ২০২০ সালের সবচেয়ে বড় ট্রেন্ড ছিল মিউটেড ও এলিগ্যান্ট রং। ডাস্টি নীল শেডের এই ধরনের শাড়ি বাছতে পারেন অনুষ্কা শর্মার মতো।
8/10
স্লিক শাড়ি - জমকালো একেবারে পছন্দ নয়? কুছ পরোয়া নেই। একেবারে ছিমছাম সাদা বা অফ হোয়াইট শাড়ি বাছুন। খুবই কম সাজ, কিন্তু চোখে লাগার মতো শাড়ি। আলিয়া ভট্টের মতো নজরে পড়বেন আপনিও। আর সাদার তো আলাদা ফ্যান ফলোয়িং আছেই।
9/10
থ্রি-পিস - উৎসবের পোশাকে লালে ছোঁয়া অন্য মাত্রা এনে দেয়। ফ্যাশনেবল ব্লাউজ, শারারা, সঙ্গে ফুল হাতা জ্যাকেট! তিন পিসের এই সেট মনে ধরতে পারে। আইডিয়া নিন কৃতী শ্যাননের থেকে।
10/10
পারফেক্ট ফিরান - সোনম বাজওয়ার সাজ 'স্টাইল গোল'! নরম টিল রঙের চোগা কুর্তা, নীল পাকিস্তানি সালওয়ার সঙ্গে বাদামী জুতো যে কোনও উৎসবের জন্য 'পারফেক্ট' চয়েস।
Published at : 29 Aug 2023 11:46 AM (IST)