Benefits of Natural Drinks: বাড়বে এনার্জি, প্রাকৃতিক পানীয়র মাধ্যমে শরীর থাকবে তরতাজা
শারীরিক সমস্যার কারণে অনেকেরই কোল্ড ড্রিঙ্কস পান করতে পারেন না। তাঁদের ক্ষেত্রে একাধিক প্রাকৃতিক পানীয় মেটাতে পারে তেষ্টা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রাকৃতিক বিভিন্ন উপাদান দিয়ে তৈরি এই সব পানীয় শরীরের পক্ষে উপকারী। একইসঙ্গে শরীরের এনার্জি বাড়ায় এবং তরতাজাও রাখে।
প্রক্রিয়াজাত পানীয়গুলি থেকে প্রাকৃতিক পানীয়গুলি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কার্যকরি ভূমিকা পালন করে। পুষ্টিবিদরা জানাচ্ছেন প্রাকৃতিক বেশ কিছু পানীয় নিয়ম মেনে পান করা যেতে পারে।
নারকেল জল স্বাস্থ্যকর। প্রাকৃতিক পানীয়গুলির মধ্যে অন্যতম। যা পান করলে ক্লান্তি দূর হতে পারে।
এতে ৯৫ শতাংশ জল থাকলেও। এতে মিনারেল থাকে প্রচুর পরিমাণে থাকে। একইসঙ্গে রয়েছে পটাশিয়ামও।
কম্বুচা মূলত এক ধরনের চা। যাতে রয়েছে ভিটামিন বি, গ্লুকুরোনিক অ্যাসিড এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পলিফেনল।
কম্বুচায় উপস্থিত প্রোবায়োটিক ব্যাকটেরিয়া এবং অ্যাসিটিক অ্যাসিড এনার্জি বৃদ্ধিতে সাহায্য করে।
যাঁরা টক পছন্দ করেন, তাঁদের কাছে জলজিরা অত্যন্ত পছন্দের পানীয়। এটি তাত্ক্ষণিক এনার্জি সরবরাহে সাহায্য করে।
এই পানীয় হজমে সাহায্য করে। এতে উপস্থিত উপাদান পেটের ব্যথা কমাতেও সাহায্য করে।
আখের রসে আয়রন, প্রোটিন, পটাসিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। এই পানীয় ডিহাইড্রেশন সহ ক্লান্তি প্রতিরোধে সাহায্য করে।
ছাতুতে আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ থাকে। এটি তাত্ক্ষণিক শক্তি সরবরাহ করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -