Benefits of Natural Drinks: বাড়বে এনার্জি, প্রাকৃতিক পানীয়র মাধ্যমে শরীর থাকবে তরতাজা
ফাইল ছবি
1/11
শারীরিক সমস্যার কারণে অনেকেরই কোল্ড ড্রিঙ্কস পান করতে পারেন না। তাঁদের ক্ষেত্রে একাধিক প্রাকৃতিক পানীয় মেটাতে পারে তেষ্টা।
2/11
প্রাকৃতিক বিভিন্ন উপাদান দিয়ে তৈরি এই সব পানীয় শরীরের পক্ষে উপকারী। একইসঙ্গে শরীরের এনার্জি বাড়ায় এবং তরতাজাও রাখে।
3/11
প্রক্রিয়াজাত পানীয়গুলি থেকে প্রাকৃতিক পানীয়গুলি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কার্যকরি ভূমিকা পালন করে। পুষ্টিবিদরা জানাচ্ছেন প্রাকৃতিক বেশ কিছু পানীয় নিয়ম মেনে পান করা যেতে পারে।
4/11
নারকেল জল স্বাস্থ্যকর। প্রাকৃতিক পানীয়গুলির মধ্যে অন্যতম। যা পান করলে ক্লান্তি দূর হতে পারে।
5/11
এতে ৯৫ শতাংশ জল থাকলেও। এতে মিনারেল থাকে প্রচুর পরিমাণে থাকে। একইসঙ্গে রয়েছে পটাশিয়ামও।
6/11
কম্বুচা মূলত এক ধরনের চা। যাতে রয়েছে ভিটামিন বি, গ্লুকুরোনিক অ্যাসিড এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পলিফেনল।
7/11
কম্বুচায় উপস্থিত প্রোবায়োটিক ব্যাকটেরিয়া এবং অ্যাসিটিক অ্যাসিড এনার্জি বৃদ্ধিতে সাহায্য করে।
8/11
যাঁরা টক পছন্দ করেন, তাঁদের কাছে জলজিরা অত্যন্ত পছন্দের পানীয়। এটি তাত্ক্ষণিক এনার্জি সরবরাহে সাহায্য করে।
9/11
এই পানীয় হজমে সাহায্য করে। এতে উপস্থিত উপাদান পেটের ব্যথা কমাতেও সাহায্য করে।
10/11
আখের রসে আয়রন, প্রোটিন, পটাসিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। এই পানীয় ডিহাইড্রেশন সহ ক্লান্তি প্রতিরোধে সাহায্য করে।
11/11
ছাতুতে আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ থাকে। এটি তাত্ক্ষণিক শক্তি সরবরাহ করে।
Published at : 04 Dec 2021 12:12 PM (IST)