Use of turmeric: ত্বকের পরিচর্যায় হলুদের গুণ অপরিসীম, কীভাবে ব্য়বহার করবেন?

বাঙালির রান্নাঘর হলুদ ছাড়া কল্পনাই করা যায় না, আর সেই হলুদ যদি রূপচর্চায় ব্যবহার করা যায় তাহলে তো ক্যায়া বাত!

Use of turmeric

1/10
রান্নার পাশাপাশি রূপচর্চাতেও হলুদের জুড়ি মেলা ভার।
2/10
হলুদে অ্যান্টিসেপটিক উপাদান আছে।
3/10
ব্রণ দূর করতে হলুদ ভীষণভাবে কার্যকরী।
4/10
হলুদের রসের সাথে মুলতানি মাটি মিশিয়ে ফেস প্য়াক হিসেবে ব্য়বহার করা যায়।
5/10
কাঁচা হলুদ ও নিমপাতা বেটে মুখে লাগালে দাগ দূর হয়।
6/10
নিয়মিত হলুদের প্য়াক ব্য়বহার করলে ব্রণ সম্পূ্র্ণ ভাবে নিরাময় হবে।
7/10
হলুদের ব্য়বহারে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়।
8/10
কাঁচা হলুদবাটা, বেসন, চালের গুঁড়ো এবং টক দই ব্য়বহার করেও ভালো ফেস প্য়াক বানানো যায়।
9/10
গরমকালে ট্য়ান দূর করতেও হলুদ বিশেষ ভাবে কার্যকর।
10/10
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Sponsored Links by Taboola