Use of turmeric: ত্বকের পরিচর্যায় হলুদের গুণ অপরিসীম, কীভাবে ব্য়বহার করবেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Feb 2023 08:13 PM (IST)
1
রান্নার পাশাপাশি রূপচর্চাতেও হলুদের জুড়ি মেলা ভার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
হলুদে অ্যান্টিসেপটিক উপাদান আছে।
3
ব্রণ দূর করতে হলুদ ভীষণভাবে কার্যকরী।
4
হলুদের রসের সাথে মুলতানি মাটি মিশিয়ে ফেস প্য়াক হিসেবে ব্য়বহার করা যায়।
5
কাঁচা হলুদ ও নিমপাতা বেটে মুখে লাগালে দাগ দূর হয়।
6
নিয়মিত হলুদের প্য়াক ব্য়বহার করলে ব্রণ সম্পূ্র্ণ ভাবে নিরাময় হবে।
7
হলুদের ব্য়বহারে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়।
8
কাঁচা হলুদবাটা, বেসন, চালের গুঁড়ো এবং টক দই ব্য়বহার করেও ভালো ফেস প্য়াক বানানো যায়।
9
গরমকালে ট্য়ান দূর করতেও হলুদ বিশেষ ভাবে কার্যকর।
10
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
NEXT
PREV
লাইফস্টাইল (lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -