Vacation Tips: বাচ্চাকে নিয়ে বেড়াতে গেলে যে ১০ জিনিস অবশ্যই সঙ্গে রাখা দরকার
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বেড়াতে গেলে বাচ্চাদের হামেশাই জ্বর হতে দেখা যায়। তাই সঙ্গে থার্মোমিটার রাখতে ভুলবেন না। প্রয়োজন মনে করলেই দ্রুত মেপে নিতে পারবেন বাচ্চার শরীরের তাপমাত্রা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅবশ্যই সঙ্গে রাখতে হবে ক্যালামাইন লোশন। ত্বকের যেকোনও সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে এই লোশন। সানবার্ন থেকে ত্বকে অ্যালার্জির সমস্যাকে প্রতিরোধ করে।
কখন পোকামাকড় কামড়ে দেয় কেউ আগে থেকে জানতে পারে না। কিন্তু বেড়াতে গেলে এমন ঘটনা প্রায়শই ঘটতে দেখা যায়। তাই অবশ্যই সঙ্গে রাখা দরকার পোকা মাকড়ের কামড় থেকে দ্রুত সেরে ওঠার ওষুধ।
বেড়াতে যাবেন আর সঙ্গে ওআরএস রাখবেন না, তা আবার হয় নাকি। শুধু ছোটদেরই নয়, বড়দেরও ডিহাইড্রেশন থেকে পেট খারাপের সমস্যা দেখা দিতে পারে। সেই সময়ে দারুণ কার্যকরী ওআরওএসের জল। বমি, পায়খানায় যখন শরীর ক্লান্ত হয়ে পড়ে, তখন শরীরে এনার্জি ফিরিয়ে আনতে সাহায্য করে এটি।
অ্যালার্জি প্রতিরোধক ওষুধ সঙ্গে রাখতে হবে অবশ্যই। নতুন পরিবেশে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। তা থেকে হতে পারে হাঁপানির সমস্যাও।
বেড়াতে গেলে বাচ্চাদের বমি হওয়ার ঘটনা খুবই স্বাভাবিক। গাড়িতে উঠলে বমি পেতে পারে। তাই বমি কমানোর ওষুধ সঙ্গে রাখতে হবে।
অ্যান্টিব্যাকটেরিয়াল বা ইনফেকশন সারিয়ে তোলার ক্রিম সঙ্গে রাখতে ভুলবেন না। যেকোনও ইনফেকশনে দ্রুত কাজ দেয় এই ওষুধ।
বেড়াতে গেলে বাচ্চাদের কেটে ছড়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে থাকে। তাই সঙ্গে ব্যান্ডেড রাখতে হবে অবশ্যই।
ঠান্ডা লাগা, কাশি, সর্দির ওষুধ সঙ্গে রাখতে হবে। তার সঙ্গে রাখতে হবে প্যারাসিটামলের মতো ওষুধও।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাড়ির বাইরের খাবার খেয়ে বাচ্চাদের পেট খারাপ হতে পারে। তাই সঙ্গে রাখা দরকার পেট খারাপ সারানোর ওষুধও। নাহলে বেড়ানোটাই মাটি হয়ে যেতে পারে। ঠান্ডা লাগলে নাক বন্ধ হয়ে যেতে পারে। তাই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে সঙ্গে রাখুন ন্যাজাল স্প্রে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -