Vastu Tips: এই ভুলগুলি করছেন না তো? নতুন বছরে নয়তো পড়তে হবে চরম অর্থাভাবে
অনেকসময়ই আমরা দেখি অনেকরকম উপায়ে কাজ করলেও অর্থাভাব থেকে যাচ্ছে। কী থেকে এই সমস্যা সেই উত্তর সবসময় আমাদের কাছে থাকেনা। অনেকে বলে থাকেন যদি বাস্তু মেনে বাড়ি বানান তাহলে আপনার জীবন যাবে পাল্টে যেতে পারে। নতুন বছরের আগে তাই দেখে নিন কী নিয়ম মানা উচিত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাড়িতে প্রবেশের জন্য বাস্তু কেমন হওয়া উচিত জানেন? প্রধান দরজার সামনে কী স্থাপন করা উচিত? এর ফলে জীবনে বেশ কিছু ইতিবাচক বদল আসতে পারে। দেখে নিন সেই বিষয়গুলি-
প্রবেশদ্বারের দরজার সামনে একটি কাঠের নেম প্লেটও রাখতে পারেন। ওম, স্বস্তিকা, ক্রস ইত্যাদির মতো ঐশ্বরিক চিহ্ন দিয়ে মূল দরজাটি সাজাতে পারেন। মেঝেতে রঙ্গোলি করুন, এটি শুভ বলে মনে করা হয়। এটি সৌভাগ্যকে আমন্ত্রণ জানায়। আপনি গণেশ এবং লক্ষ্মীর মূর্তি দিয়েও মূল প্রবেশদ্বারটিও সাজাতে পারেন, যা পরিবারের জন্য সৌভাগ্য, সম্পদ এবং সমৃদ্ধি আকর্ষণ করবে।
মূল দরজার চারপাশের জায়গাটি ভালো করে আলো চলাচল হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাড়িতে প্রবেশের জন্য বাস্তুশাস্ত্র অনুসারে, অশুভ জিনিসগুলিকে দূরে রাখতে হবে। দরজায় একটি কালো রঙের ঘোড়ার পা ঝুলিয়ে দিতে পারেন।
ডোরম্যাটগুলি খুব ভালো করে পরিষ্কার করতে হবে। অপরিষ্কার ডোরম্যাট কিন্তু নেতিবাচক শক্তিকে প্রবেশ করাবে। প্রতিদিন নিয়মিত জুতা পরিষ্কার করতে হবে। কারণ জুতোর মধ্যে থাকে বাইরে থেকে নিয়ে আসা ময়লা এবং নেতিবাচক শক্তি। জুতো যদি নিয়মিত পরিষ্কার করা হয়, তাহলে জুতোর মাধ্যমে কোন রকম নেতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করবে না।
প্রধান দরজা তার সামনে একটি অবশ্যই পরিষ্কার রাখুন। এর ফলে ইতিবাচক শক্তি আপনার ঘরের দিকে চলে আসবে। পুরনো আসবাবপত্র ডাস্টবিন, ভাঙ্গা চেয়ার এছাড়াও নানান রকমের টুল, ভাঙ্গা গাছের টব কোন কিছুই প্রবেশদ্বারের সামনে রাখবেন না।
দরজা খোলার সময় যাতে কোনরকম ভাবে আওয়াজ না হয়। অনেক সময় মরচে পড়ে গেলে এমন আওয়াজ হতে পারে, সেক্ষেত্রে নিয়মিত তেল দিন। বাড়ির মূল প্রবেশদ্বার এর দরজা যেন কোনোভাবেই ভাঙ্গা বা স্ক্র খুলে যাওয়া এরকম না থাকে। বাস্তুবিদদের মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -