Vastu Shastra: আর্থিক সমস্যায় জর্জরিত? অজান্তেই বাড়িতে এই ভুলগুলি করছেন না তো?
Vastu Tips:বাড়ির জন্য বাস্তু মেনে চলার পরামর্শ দেন অনেকে। ঘরে ঢোকার মূল দরজাটি ভাল কাঠের করা উচিত।
অজান্তেই বাড়িতে এই ভুলগুলি করছেন না তো?
1/7
অনেকক্ষেত্রেই দেখা যায়, আপনি আর্থিক সমস্যায় জর্জরিত রয়েছেন নানা কারণে। বহু চেষ্টা করেও সমস্যা মিটছে না।
2/7
বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন যে অনেক সময় ঘরের নানা দোষেও কিন্তু প্রভাব পড়তে পারে আপনার জীবনে। সঠিক রঙ, ঘরের বিন্যাস, আকৃতি সব কিছুরই কিন্তু প্রভাব পড়ে আপনার জীবনে।
3/7
তাই বাড়ির জন্য বাস্তু মেনে চলার পরামর্শ দেন অনেকে। ঘরে ঢোকার মূল দরজাটি ভাল কাঠের করা উচিত। মূল দরজার বাইরে ফোয়ারা ধরনের কিছু না সাজানোই ভাল।
4/7
অনেকেই বাড়িতে ঢোকার মূল দরজার পাশে ডাস্টবিন বা জুতোর স্ট্যান্ড রাখেন। সেটা কখনই করবেন না। বাস্তুমতে এতে আপনার আর্থিক জীবনে বড়সড় প্রভাব পড়তে পারে।
5/7
দরজা দিয়ে ঘরে ঢুকেই বাথরুম না থাকাই ভাল। বাস্তুমতে এতে গৃহে নেতিবাচকতা থাকে। যার প্রভাব পড়ে জীবনে। আর্থিক ক্ষতি হয় অজান্তেই।
6/7
মূল দরজার রঙ কখনই কালো করা উচিত নয়। দরজার ওপর ঘড়ি রাখতে পারেন। বাস্তুশাস্ত্র মতে এটি শুভ সময় নিয়ে আসতে পারে৷ তবে প্রবেশদ্বারের কাছে কোনো প্রাণীর মূর্তি বা অন্য ধরনের মূর্তি রাখবেন না।
7/7
মূল দরজার বাইরে সবসময় আলো জ্বালিয়ে রাখবেন। এতে সমস্ত নেতিবাচকতা দূরে থাকে। সকাল এবং সন্ধ্যেবেলায় ধূপ-ধুনো দিতে পারেন। লবঙ্গ এবং কপূর্র পুড়িয়ে সেই ধোঁয়া মূল দরজার বাইরে দিন। এতে দূরে থাকে নেতিবাচক প্রভাব।
Published at : 24 Dec 2022 05:16 AM (IST)