Vastu Tips: বাস্তুশাস্ত্রমতে কোন রঙের পর্দায় ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে?
Vastu Shastra: পর্দার রং বাছুন বাস্তু মেনে। বাস্তু বলছে, আপনি যদি আপনার গৃহে পর্দার রং বাস্তু মেনে বাছতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যার কেটে যাবে নিমেষে
বাস্তুমতে পর্দার রঙে আসে গৃহে শান্তি?
1/7
পর্দার রং বাছুন বাস্তু মেনে। বাস্তু বলছে, আপনি যদি আপনার গৃহে পর্দার রং বাস্তু মেনে বাছতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যার কেটে যাবে নিমেষে
2/7
পর্দার কাপড় থেকে শুরু করে বসার ঘরের পর্দার কাপড় এমনকি বাথরুমের পর্দার কাপড় ঠিক কেমন রংয়ের হলে তবে আপনার জীবনে কোন সমস্যা থাকবে না, এমনটাই বাস্তুশাস্ত্রর মত।
3/7
পূর্বমুখী যে ঘরগুলো আছে সেক্ষেত্রে খয়েরি রংয়ের পর্দা বেছে নিতে পারেন। এই দুটি রং গৃহের মধ্যে ভালোবাসাকে টেনে আনতে সাহায্য করে। আবার, পশ্চিমমুখী যে ঘর গুলো রয়েছে সেই ঘরগুলোতে হালকা ছাই রংয়ের অর্থাৎ ইংরেজিতে যাকে বলে গ্রে রঙের পর্দা বাছতে পারেন।
4/7
উত্তর মুখী যে ঘরগুলি আছে সেই ঘরগুলিতে হালকা সবুজ রঙের পর্দা বাঁচতে পারেন। এই ঘরে যদি আপনি পড়াশোনা করেন অথবা বাচ্চার পড়ার ঘর হয় সেক্ষেত্রে এই রং আপনার গৃহে জ্ঞান আরোহন করতে সাহায্য করে।
5/7
উত্তর-পশ্চিম মুখী ঘর অবশ্যই সাদা রঙের পর্দা ব্যবহার করবেন।
6/7
বসার ঘরের পর্দার রং নীল, হলুদ, গোলাপি রঙের রাখতে পারেন। এই রঙ অনেক ইতিবাচক শক্তি এবং সুখী জীবন যাপনকে ধরে রাখতে সাহায্য করে।
7/7
এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
Published at : 15 Nov 2022 09:17 AM (IST)