Vastu Tips: উন্নতিতে বাধা! কেরিয়ারে পথের কাঁটা দূর করবেন কীভাবে?
চাকরি পেলেও তা অনেক সময় দীর্ঘদিন টেকে না। অথবা চাকরি পেতেও লেগে যায় বহু দিন। এর কারণ যেমন হতে পারে নিজের চেষ্টার অভাব, কখনও আবার সেই কারণ লুকিয়ে থাকে ঘরে বা অফিসের পরিবেশেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেরিয়ারে উন্নতি বা সাফল্যের পথ কতটা মসৃণ হবে, তা নির্ভর করে বাস্তু শাস্ত্রের উপরও। ঠিক কোন বিষয় বা জিনিস দেখে বুঝবেন কেরিয়ারে বাধা সৃষ্টি হচ্ছে?
কাজের প্রয়োজনে যখন ল্যাপটপ বা স্মার্টফোন ব্যবহার করছেন তখন তা কোনদিকে রাখা আছে তা খেয়াল রাখতে হবে। দক্ষিণপূর্ব দিকে বৈদ্যুতিন জিনিস রাখলে তা কেরিয়ারে র উন্নতির জন্য শ্রেয়। খেয়াল রাখতে হবে কাজের সময় যেন কোনও তার জড়িয়ে না থাকে।
কীভাবে বসে কাজ করছেন, কতটা লক্ষ্য স্থির রয়েছে তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পায়ের উপর পা তুলে বসবেন না কাজের সময়। হাই ব্যাক চেয়ার ব্যবহার করতে হবে অফিসে। যাতে কেরিয়ারে উন্নতি হয় দ্রুত। একইসঙ্গে বাড়িতে বসে কাজ করলেও নিয়ম মানতে হবে।
ওয়ার্ক ফ্রম হোমে কর্মক্ষেত্র তৈরি করে নিতে হবে বাড়িতেই। তবে খেয়াল রাখতে হবে শোওয়ার ঘরের পাশেই যেন কাজের জায়গা না হয়। চৌকো বা চতুর্ভুজ আকৃতির ডেস্ক যেন হয়। গোলাকৃতি ডেস্ক না হওয়াই ভাল।
কোয়ার্টজের ক্রিস্টাল পাথর এনার্জি বাড়াতে পারে। তাতে কাজে মনোযোগও বাড়বে। একইসঙ্গে নতুন সুযোগ আসতে পারে। ডেস্কে রাখতে পারেন বাঁশ গাছও।
পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমানো কেরিয়ারে উন্নতিতে লাভজনক। এতে মনোসংযোগ বাড়ে। মানসিক শান্তি বৃ্দ্ধি পায়। অন্যদিকে উত্তর দিকে মুখ করে কাজ করলে তাতেও আসতে পারে সাফল্য।
লক্ষ্য রাখতে হবে যেখানে বসে কাজ করছেন তার পিছনে যেন দেওয়াল থাকে। তাতে সবার সঙ্গে মিশে কাজ করতে পারবেন। তবে কোনওভাবেই যেন জানলা না থাকে। তাতে মন চঞ্চল হয়ে যেতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -