Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Vastu Tips : সংসারে থাকবে না আর্থিক টানাপোড়েন, বিরাজ করবে সুখ; যদি বাড়িতে রাখেন এগুলি !
কিছু গাছপালাকে বাস্তুতে খুবই শুভ বলে মনে করা হয়, আবার কিছু গাছপালা আছে যাকে বাস্তুতে খুবই অশুভ বলে মনে করা হয়। আজ আমরা জানব, বাস্তুশাস্ত্রে কোন গাছ ও উদ্ভিদকে খুবই শুভ বলে মনে করা হয়। বাস্তু অনুসারে, এমন তিনটি সুগন্ধি ফুল রয়েছে যা প্রত্যেকের বাড়িতে লাগানো উচিত। এগুলো লাগালে ঘরে সুখ, সমৃদ্ধি আসে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগোলাপ ফুলকে ভালবাসার প্রতীক মনে করা হলেও পুজোয় এটি ব্যবহার করা হয়। বাস্তু মতে, ঘরে গোলাপ ফুল লাগালে শুভ ফল পাওয়া যায়।
এই ফুল বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে লাগাতে হবে। এতে ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। গোলাপ ফুল ঘরের নেতিবাচক শক্তিও দূর করে।
গোলাপ ফুল লক্ষ্মীর খুব প্রিয়। এটি লাগালে ঘরে কোনও অর্থনৈতিক সমস্যা হয় না। এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে গোলাপ ফুল লাগালে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা যায়।
বাস্তুশাস্ত্রে, বাড়িতে লাল জবা ফুল লাগানো শুভ বলে মনে করা হয়। এটি লাগালে ঘরে থাকা নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যায় এবং ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়।
এই ফুলটি মা কালী, দুর্গা এবং ভগবান গণেশের খুব প্রিয়। হনুমানজিও জবা ফুল পছন্দ করেন।
এঁদের পুজোয় জবা ফুল নিবেদন করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। এতে গ্রহের দোষও দূর হয়। জবা ফুল সবসময় বাড়ির উত্তর দিকে লাগাতে হবে।
পদ্ম ফুল দেখতে খুবই সুন্দর। এই ফুলের জ্যোতিষশাস্ত্রীয় ও ধর্মীয় গুরুত্বও রয়েছে। মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু দু'জনেই পদ্মফুল পরিধান করেন। মা সরস্বতী এবং ভগবান ব্রহ্মার আসনও একটি পদ্মফুল।
এটি বাড়িতে রাখলে সবচেয়ে ভাল ফল পাওয়া যায়। বাড়িতে পদ্ম ফুলের চারা লাগালে অর্থনৈতিক সমৃদ্ধি আসে।
এমনটা বিশ্বাস করা হয় যে প্রতি শুক্রবার মাতা লক্ষ্মীর পায়ে পদ্ম ফুল নিবেদন করলে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যার অবসান হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -