Vastu Tips: ঘর থেকে দূর হবে নেতিবাচকতা, আসবে ভরপুর অর্থ-সম্পদ-প্রতিপত্তি ! বাস্তু মেনে করতে হবে এই কাজ
Vastu Tips with Bay Leaves: বাস্তুশাস্ত্রে তেজপাতার অনেক ইতিবাচক উপকারিতা রয়েছে বলে মনে করা হয়। ঘরে শুভ পরিবেশ রাখতে তেজপাতা অনেক উপকার করে।
ঘরের বাস্তু ঠিক করুন এভাবে
1/9
বাস্তুশাস্ত্র অনুসারে একটা মাত্র তেজপাতা পারিবারিক অশান্তি থেকে মুক্তি, স্বামী-স্ত্রীর মধ্যে ভাল সম্পর্ক, আর্থিক উন্নতি, বাস্তু দোষ কাটানো, সন্তানদের লেখাপড়ায় মনোযোগ স্থাপন, শত্রু দমন প্রভৃতি মনের সকল ইচ্ছা পূরণ করে।
2/9
বাস্তু শাস্ত্র অনুসারে তেজপাতা বাড়ির নেতিবাচক শক্তি দূর করতে বেশ সহায়ক বলে মনে করা হয়। তেজপাতা সবসময় বাড়ির প্রধান দরজায় লাগানো শুভ।
3/9
জীবনে যদি টাকার অভাব থাকে তবে রান্নাঘরে একটি পুঁটলিতে ৬-৭টি তেজপাতার পাতা বেঁধে রাখুন। ধীরে ধীরে বাড়ির দারিদ্র্য দূর হবে।
4/9
তেজপাতাকে পুড়িয়ে সারা বাড়িতে এর ধোঁয়া দেখালে কু-নজর থেকে মুক্তি পাওয়া যায়।
5/9
অনেকেই বলেন যে রান্নাঘরে তেজপাতা পোড়ালে মান্সিক শান্তি বজায় থাকে এবং এতে নেগেটিভিটি দূর হয়।
6/9
জীবনে যদি টাকার সমস্যা থাকে বা টাকা ধরে রাখতে সমস্যা হয়, তাহলে টাকার ব্যাগে তেজপাতা রাখলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়।
7/9
যদি কোনো জন্মছকে শনি অথবা রাহু-কেতুর দোষ থাকে, তবে তেজপাতার ব্যবহার উপকারী বলে মনে করা হয়।
8/9
ঘুমানোর আগে বালিশের নিচে তেজপাতা রাখলে খারাপ স্বপ্ন আসে না।
9/9
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
Published at : 06 Jul 2025 05:44 PM (IST)