Train Ticket: শেষ মুহূর্তে ট্রেনের কনফার্ম টিকিট পেতে চান? এভাবে কাটুন টিকিট
অনেক সময় জরুরি অবস্থায় সময়মতো কোথাও পৌঁছাতে হয়। এমন পরিস্থিতির জন্য রেলের এমন একটি সুবিধা রয়েছে যার সাহায্যে আপনার নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। চলুন জেনে নেওয়া যাক কিভাবে রেলের এই ফিচার কাজ করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় রেলওয়ে ২০১৫ সালে VIKALP প্রকল্প শুরু করেছিল। এই স্কিমে, যাত্রীরা অনলাইনে অপেক্ষা তালিকাভুক্ত টিকিট বুক করার সময় নিশ্চিত টিকিট পেতে অন্য ট্রেন বেছে নেওয়ার সুবিধা পান। এতে করে নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
একে অল্টারনেট ট্রেন অ্যাকোমোডেশন স্কিম (ATAS)ও বলা হয়। এর মাধ্যমে রেলওয়ে সর্বোচ্চ সংখ্যক যাত্রীকে নিশ্চিত টিকিট প্রদান করে।
বিকাশ টিকেট বুকিং স্কিমটি উৎসব বা অন্যান্য ভিড়ের অনুষ্ঠানে যাত্রীদের নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনাকে বৃদ্ধি করে।
IRCTC ওয়েবসাইটে টিকিট বুক করার সময় ট্রেনে আসনের প্রাপ্যতার অবস্থা পরীক্ষা করতে পারেন। যদি আপনার ট্রেনে সিট পাওয়া না যায় এবং বিষয়টি ওয়েটিং লিস্টের হয়, তাহলে অনলাইন টিকিট বুকিংয়ের সময় আপনার VIKALP নির্বাচন করা উচিত।
এর পরে IRCTC আপনাকে আপনার পছন্দের অন্যান্য ট্রেন সম্পর্কে জিজ্ঞাসা করবে, যার মধ্যে আপনি ৭টি ট্রেন বেছে নিতে পারেন।
যদি বুকিংয়ের সময় VIKALP বিকল্পটি উপলব্ধ না হয়, তাহলে আপনি বুক করা টিকিট ইতিহাসে গিয়ে পরে VIKALP টিকিট বেছে নিতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -