Water Apple: জামরুলের জুড়ি মেলা ভার, ঋতু পরিবর্তনের মাঝে এই ফল শরীরকে রাখবে ফুরফুরে..
Water Apple Health Benefits: জামরুল খেলে শরীরের এই রোগগুলির আশঙ্কা কমে যায়, দেখুন একনজরে
জামরুলের জুড়ি মেলা ভার, ঋতু পরিবর্তনের মাঝে এই ফল শরীরকে রাখবে ফুরফুরে..
1/10
শীতের আমেজ শেষের পথে। বেলা বাড়লেই রোদের তাপ অনুভূত হচ্ছে। তবে কষ্ট হচ্ছে না। রাতে আবার ঠান্ডা নামছে।
2/10
ঋতু পরিবর্তনের এই সময়টাইতেই যত সর্দিকাশি। শরীর খারাপ হয়। এই সময়টাই উপকারি ফল হিসেবে জুড়ি মেলা ভার জামরুলের।
3/10
প্রথমে জামরুলের মধ্যে, হাইড্রেশনটা বিষয়টা বেশ ভাল পরিমাণেই আছে। যেহেতু এই ফলের ভিতরে জল জাতীয় উপাদান উপস্থিত থাকে।
4/10
জামরুলে ভিটামিন সি এবং এ ভরপুর থাকে। যা মূলত আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। আমাদের ত্বকের উজ্জ্বল্যতা ফিরিয়ে দেয়।
5/10
জামরুলে অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর থাকে। যা আমাদের জটিল রোগ থেকে বের করে আনে। এবং আমাদের স্ট্রেস লেভেলকে কমিয়ে দেয়।
6/10
আমাদের হজমের গন্ডোগোলের সমস্যা থেকেও মুক্তি দেয় এই ফল। তাই এই ঋতু পরিবর্তনের মাঝে এই ফল খুব উপকারি।
7/10
জামরুল পটাশিয়ামে সমৃদ্ধ। আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। আমাদের হার্টের স্বাস্থ্যকেও ভাল রাখে এই ফল।
8/10
আমাদের অনেকেরই উচ্চতা অনুযায়ী অতিরিক্ত ওজনের জন্য শারীরিকভাবে ভুগতে হয়। তবে এখানেও মুশকিল আসান জামরুল ফল।
9/10
দাঁতের রোগও অনেকটাই সারিয়ে তুলতে সক্ষম এই ফল। পাশাপাশি মুখের ভিতর আমাদের লালারস তৈরিতেও সাহায্য করে।
10/10
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Published at : 15 Feb 2025 07:00 AM (IST)