Loyalty in Relationship: বিশ্বাসে মিলায় বস্তু, সম্পর্কের ভিত্তিও বিশ্বাস, তিল তিল করে গড়ে তুলতে হয়
Relationship Tips: তিল তিল করে গড়ে ওঠে বিশ্বাসযোগ্যতা। সম্পর্কে এই বিশ্বাসযোগ্যতার গুরুত্ব অনেক। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10
বিশ্বাসই সম্পর্কের ভিত্তি। কিন্তু এই বিশ্বাসযোগ্যতা সহজে গড়ে ওঠে না।
2/10
তিল তিল করে অর্জন করতে হয় বিশ্বাস। এ ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।
3/10
জীবনে ঝড়ঝাপটা অনেক আসবে। কিন্তু নিজের প্রতিশ্রুতি ভাঙবেন না কখনও। অন্তত চেষ্টাটুকু থাকতে হবে।
4/10
পরস্পরকে বোঝার জন্য কথোপকথন অত্যন্ত জরুরি। শুধু নিজের কথা বলে গেলে হবে না, শুনতেও হবে অন্যের কথা।
5/10
অন্যরা মুখ ফিরিয়ে নিতেই পারে। কিন্তু পরস্পরের হাত ছাড়লে চলবে না। বিপদে শক্ত করে ধরুন সঙ্গীর হাত।
6/10
ছোট ছোট মুহূর্তই সম্পর্কের ভিত মজবুত করে। ভাল কাজে সঙ্গীর প্রশংসা করুন। তাঁর কষ্ট বুঝুন।
7/10
সবদিন সমান যায় না। দু’জনের মধ্যে একজন ভেঙে পড়তে পারেন, হারাতে পারেন আত্মবিশ্বাস। তাঁকে সাহস জোগানোই অন্য জনের কাজ।
8/10
গোটা পৃথিবীকে মিথ্যে বলতে পারেন। কিন্তু দু’জনে দু’জনের কাছে সৎ থাকুন। সেখানে কোনও সন্দেহের অবকাশ যেন না থাকে।
9/10
সম্পর্ক দু’জনকে নিয়েই গড়ে ওঠে। তাই শুধু নিজের কথা ভাবলে হবে না। সামনের জনের ভালমন্দও ভাবতে হবে।
10/10
সম্পর্কে পরস্পরকে সম্মান করতেই হবে। সহানুভূতিশীল হতে হবে অন্যের প্রতি। তবেই দীর্ঘ সময় টিকবে সম্পর্ক।
Published at : 12 Mar 2025 08:00 PM (IST)