Coffee in Winter: শীতের মরসুমে কফিকে বানিয়ে নিন 'হেলথ ড্রিঙ্ক', কীভাবে? রইল সহজ কিছু টিপস

Coffee: সারাবছরই অনেকে কফি খান। আর যাঁরা সারাবছর কফি ছুঁয়ে দেখেন না, শীতের মরসুমে তাঁদেরও অন্যতম পছন্দের পানীয় হয়ে ওঠে কফি। কীভাবে কফিকে স্বাস্থ্যকর বানাবেন, জেনে নিন।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1/10
শীতের মরসুমে এক কাপ কফি না হলে অনেকেরই সকালটা ঠিক ভাবে শুরু হয় না। সন্ধের আড্ডাতেও অনেকের সঙ্গী হয় এক কাপ ঘোঁয়া ওঠা গরম কফি।
2/10
এই কফিকে স্বাস্থ্যকর পানীয় বানিয়ে তোলার জন্য সহজ কিছু টিপস মেনে চলতে পারেন। এর ফলে কফি হয়ে উঠবে হেলথ ড্রিঙ্ক। কীভাবে কফিকে হেলথ ড্রিঙ্ক তৈরি করবেন, তা দেখে নেওয়া যাক।
3/10
অনেকেরই কালো কফি খাওয়ার অভ্যাস রয়েছে। বেশি ব্ল্যাক কফি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই একটু দুধ মিশিয়ে কফি খাওয়া প্রয়োজন। এক্ষেত্রে আমন্ড মিল্ক মিশিয়ে কফি খেতে পারেন।
4/10
কফি অনেকেই চিনি ছাড়া খেতে পারেন না। অথচ চিনি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তাই কফিতে মিষ্টি হিসেবে যোগ করতে পারেন মধু, যা সুইটনারের কাজ করবে।
5/10
শুধু চা নয়, কফিতেও বিভিন্ন রকমের মশলা যেমন- দারুচিনি, লবঙ্গ, আদা এসব মিশিয়ে খাওয়া যায়। এইসব মশলা কফির স্বাদেও একটু পরিবর্তন আনে।
6/10
অনেকে কফির মধ্যে মাখন বা ঘি মিশিয়েও খেয়ে থাকেন। শরীর গরম রাখতে এই পানীয় সাহায্য করে। বিশেষ করে খুব ঠান্ডার জায়গায় এই পানীয় খুবই উপকারি।
7/10
খালি পেটে কখনই কফি খাবেন। সঙ্গে কিছু খাবার অবশ্যই রাখুন। সকাল সকাল কফি খেলে সঙ্গে বিস্কুট কিংবা কেক রাখতে পারেন। অথবা ব্রেকফাস্টের সঙ্গে কফি খেতে পারেন।
8/10
অতিরিক্ত কফি খাওয়া কখনই স্বাস্থ্যের পক্ষে কখনই ভাল নয়। তাই দিনে খুব বেশিবার কফি না খাওয়াই স্বাস্থ্যের পক্ষে মঙ্গলজনক।
9/10
যদি অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে কফি এড়িয়ে চলাই ভাল। মাইগ্রেন বা লিভারের সমস্যাতেও কফি না খাওয়া ভাল। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।
10/10
ভাল মানের কফি ছাড়া কফি খাওয়া উচিত নয়। এর ফলে শরীরের ক্ষতি হতে পারে। কোনও সমস্যা দেখা দিএ অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ছবি সূত্র- পিক্সেলস।
Sponsored Links by Taboola