গরমেও স্কার্ফ আপনার স্টাইলিং-এ যোগ করতে পারে এক অন্য় মাত্রা, জানুন কীভাবে
ফ্যাশন যেরকমই হোক, তা সঠিকভাবে ক্য়ারি করে নিজের মতো স্টাইলিং করাতেই আপনার দক্ষতার পরিচয়।
গরমে স্টাইলিং করুন স্কার্ফের সঙ্গে
1/9
শীতকালে ফ্যাশনের অন্যতম সঙ্গী স্কার্ফ। তবে গরমেও স্কার্ফ আপনার স্টাইলিং-এ যোগ করতে পারে এক অন্য় মাত্রা।
2/9
স্কার্ফ এমন একটি অ্য়াকসেসারিস যা আপনি ব্য়বহার করতে পারেন এথনিক বা ওয়ের্স্টান দুইয়ের সঙ্গেই।
3/9
. গরমে রোদের হাত থেকে বাঁচতে বিশেষভাবে উপযোগী স্কার্ফ।
4/9
ফিউশন ও ক্য়াজুয়াল ওয়্য়ারের সঙ্গে স্কার্ফ ব্য়বহার করা যেতে পারে।
5/9
গরমে সুতির কুর্তা পছন্দ করেন অনেকেই। কুর্তার রঙের সঙ্গে কনট্রাস্ট করে বাছাই করতে পারেন স্কার্ফ।
6/9
গরমে চুল ঢাকার জন্য় স্কার্ফ ব্য়বহার করতে পারেন। চুল বাঁধতেও স্কার্ফ উপযোগী।
7/9
ব্য়বহার করার পর ব্য়াগের হাতলের সঙ্গেও স্কার্ফ বেঁধে রাখতে পারেন। এই স্টাইলিং আপনার ফ্য়াশনে যোগ করবে অন্য় মাত্রা।
8/9
ডেনিম জিনস ও টি শার্টের সঙ্গেও স্কার্ফ ব্য়বহার করতে পারেন।
9/9
স্কার্ফের একাধিক নট হয়। পোশাক অনুযায়ী নটের ব্য়বহার অত্য়ন্ত গুরুত্বপূর্ণ।
Published at : 27 Apr 2023 04:13 PM (IST)