গরমেও স্কার্ফ আপনার স্টাইলিং-এ যোগ করতে পারে এক অন্য় মাত্রা, জানুন কীভাবে
শীতকালে ফ্যাশনের অন্যতম সঙ্গী স্কার্ফ। তবে গরমেও স্কার্ফ আপনার স্টাইলিং-এ যোগ করতে পারে এক অন্য় মাত্রা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্কার্ফ এমন একটি অ্য়াকসেসারিস যা আপনি ব্য়বহার করতে পারেন এথনিক বা ওয়ের্স্টান দুইয়ের সঙ্গেই।
. গরমে রোদের হাত থেকে বাঁচতে বিশেষভাবে উপযোগী স্কার্ফ।
ফিউশন ও ক্য়াজুয়াল ওয়্য়ারের সঙ্গে স্কার্ফ ব্য়বহার করা যেতে পারে।
গরমে সুতির কুর্তা পছন্দ করেন অনেকেই। কুর্তার রঙের সঙ্গে কনট্রাস্ট করে বাছাই করতে পারেন স্কার্ফ।
গরমে চুল ঢাকার জন্য় স্কার্ফ ব্য়বহার করতে পারেন। চুল বাঁধতেও স্কার্ফ উপযোগী।
ব্য়বহার করার পর ব্য়াগের হাতলের সঙ্গেও স্কার্ফ বেঁধে রাখতে পারেন। এই স্টাইলিং আপনার ফ্য়াশনে যোগ করবে অন্য় মাত্রা।
ডেনিম জিনস ও টি শার্টের সঙ্গেও স্কার্ফ ব্য়বহার করতে পারেন।
স্কার্ফের একাধিক নট হয়। পোশাক অনুযায়ী নটের ব্য়বহার অত্য়ন্ত গুরুত্বপূর্ণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -