Wearing Slippers at Home: বাড়িতে চটি পরে থাকা ভাল না খারাপ? কী কিনবেন, কী কিনবেন না, জানুন
একসময় খালিপায়েই বিশ্ব-ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াতেন মানুষজন। চটিজুতো আসার পর পাল্টেছে অভ্যাস। এখন বাড়িতেও চটি পরে থাকি আমরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসারাক্ষণ চটি পরে থাকতে যদিও অসুবিধা হয় অনেকের। কিন্তু বাড়িতে চটি পরে থাকার সুফল রয়েছে অনেক।
পায়ে চটি থাকলে চট করে ঠান্ডা লাগে না, কাবু করতে পারে না ফ্লু। পায়ে চটি থাকলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে, বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা।
পরিষ্কার মনে হলেও, ঘরের মেঝে সবসময় পরিষ্কার থাকে না। এমনকি ধোয়ামোছার পরও রয়ে যায় জীবাণু, যা খালি চোখে দেখতেপাই না আমরা। ব্যাকটিরিয়া, ফাঙ্গাসের সংক্রমণ এড়ানো যায় পায়ে চটি থাকলে।
ছোট এবং বয়স্কদের পায়ে চটি থাকলে শরীরে ভারসাম্য গড়ে ওঠে। শিশুদের পায়ের পাতা গোড়াতেই সমান হয় না। তাই দাঁড়াতে গেলে পড়ে যায়। পায়ে জুতো থাকলে সুবিধা হয় হাঁটতে। বয়স্করা সাপোর্ট পান সোজা হয়ে চলতে।
রক্ত সঞ্চালনে সমস্যা হলে পা ফুলে যায়। পায়ে চটি থাকলে তাপমাত্রা ধরে রেখে, রক্ত সঞ্চালন বাড়ে। তবে দেখতে হবে চটি যেন ঠিকঠাক পায়ের মাপের হয়।
পায়ের চটি বা জুতো যদি আরামদায়ক হয়, তাহলে আরও চনমনে হই আমরা। আরাম পায় পা, ফলে আমরাও ক্লান্ত হই না।
কাঠ বা টাইলস বসানো মেঝেতে পা পিছলে যায়। মোজা পরে হাঁটলে বিশেষ করে। চটির নীচে গ্রিপ থাকে। ফলে বিপদ এড়ানো যায়।
সারাদিন খালি পায়ে ঘুরলে পায়ের পর চাপ পড়ে। ব্যথা হয়, পা ফুলে যায়। পায়ে চটি থাকলে শক্ত মেঝেয় চাপ পড়া থেকে রক্ষা পায় পা।
বাড়িতে পরার চটি কেনার ক্ষেত্রে আরামের উপর জোর দিন। জুতোর মাপ যেন হয় সঠিক। চামড়া বা সোয়েডের চটি পরতে পারেন। প্লাস্টিকের শক্ত চটি না পরাই ভাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -