Wedding Ring: বিয়ের আংটি অনামিকায় কেন পরানো হয় ? 'প্রাচীন রোমে বিশ্বাস করা হত...'
Wedding Ring 2025: বিয়ের আংটি নিয়ে সবারই একটা আবেগ জড়িয়ে থাকে। কিন্তু বিয়ের আংটি অনামিকায় কেন পরানো হয় ? দেখুন একনজরে
বিয়ের আংটি অনামিকায় কেন পরানো হয় ? 'প্রাচীন রোমে বিশ্বাস করা হত...'
1/10
বিয়ের আংটি নিয়ে সবারই একটা আবেগ জড়িয়ে থাকে। হবু দম্পতিরা স্বপ্নে বিভোর থাকেন, কখন সেই মুহূর্ত আসবে বলে ।
2/10
কিন্তু কথা হচ্ছে বিয়ের আংটি কেন অনামিকাতেই পরাতে হয়? অন্য কোনও আঙুলে কেন নয় ? কী হয় তাহলে।
3/10
প্রাচীন রোমে কথিত আছে, অনিমিকার শিরা সরাসারি হৃদপিণ্ডে যুক্ত আছে। তাই বিয়ের আংটি এই আঙুলে পরানো হয়।
4/10
জানা গিয়েছে, প্রায় ৫ হাজার বছর আগে মিশরীয় সভ্যতায় অন্তহীন জীবনের প্রতীক হিসেবে আংটির বহিঃপ্রকাশ ঘটে।
5/10
প্যাপিরাসে মমির উপরেও আংটির অস্তিত্ব মিলেছে। যদি শুরুতে শুধু মহিলারাই আংটি পরতেন।
6/10
সেসময় বিয়ের আংটিতে, হবু বরের ভালবাসার প্রতীক হিসেবে একটি চাবি ঝোলানো হত।
7/10
পরবর্তীকালে এই নিয়মে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। চিনেও এই এক সংষ্কৃতিই রয়েছে। চিনেও অনামিকাতেই বিয়ের আংটি পরানো হয়।
8/10
তবে রোমের সঙ্গে চিনের অনামিকায় আংটি পরানোর সংজ্ঞা আলাদা। চিনে প্রতি আঙুলকেই আলাদা ভূমিকায় ধরা হয়। কেবল অনামিকা জীবন সঙ্গীনীর।
9/10
এদিকে সিংহ রাশি রবি অর্থাৎ প্রেমের রাশি বলে মেনে নেওয়া হয়। আর সেখান থেকেই অনামিকাকে এই মর্যাদা দেওয়া হয়।
10/10
তবে বাঁ হাতে পরানো নিয়েও রয়েছে দেশীয় মতামত। অর্ধনারীশ্বরে বামদিকে নারী থাকেন। এদেশে শাস্ত্রমতে,মেয়েদেরকে বামা বলা হয়। তাই এই নিয়ম।
Published at : 19 Jan 2025 09:58 PM (IST)