Male Baldness: শুধুই বয়স নয়, টাক পড়ার নেপথ্যে রয়েছে একাধিক কারণ
বয়স বাড়ার সঙ্গে হাজার রোগ লেগেই থাকে। এর মধ্যে টাক পড়ার সমস্যা অন্যতম। পুরুষরা তুলনামূলক বেশি ভোগেন এই সমস্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটাক পড়ার এই সমস্যাকে চিকিৎসার ভাষায় অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বলা হয়। এর নেপথ্যে কিছু কারণ রয়েছে।
ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে টাক পড়ার সমস্যা দেখা দেয়। উচ্চ রক্তচাপ, অবসাদ, আর্থ্রাইটিস এবং ক্যান্সারের ওষুধ খান যাঁরা, তাঁদের টাক পড়ার সম্ভাবনা বেশি।
শরীরে হরমোনের ভারসাম্য না থাকলেও টাক পড়তে পারে। বংশগত ভাবে এই সমস্যা দেখা দেয়, আবার ডিহাইড্রোটেস্টোস্টেরনের প্রভাবেও ডাক পড়তে পারে। থাইরয়েড এবং হরমোনের ওষুধ খেলেও ঝুঁকি থাকে। তাই হরমোন চিকিৎসার পরামর্শ দেন বিশেষজ্ঞদের একাংশ।
বয়সবৃদ্ধির সঙ্গে সঙ্গে পুরুষদের মধ্যে টাক পড়ার সমস্যা বেশি দেখা দেয়। টেস্টোস্টেরনের মাত্রা কমতে শুরু করলে এমনটা ঘটে। তবে আগাগোড়া স্বাস্থ্যের যত্ন নিলে, এড়ানো সম্ভব।
শরীরে পুষ্টির ঘাটতি থেকেও টাক পড়ার ঝুঁকি দেখা দেয়। বিশেষ করে ভিটামিন এবং খনিজের ঘাটতি থেকে। তাই ভিটামিন এ, সি, ডি, ই, বায়োটিন এবং আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।
অতিরিক্ত মানসিক চাপ থেকেও টাক পড়ার সমস্যা দেখা দেয়। সাময়িক অথবা স্থায়ী সমস্যা হতে পারে। তাই মানসিক সুস্থতার উপর জোর দেওয়া হয়।
অটোইমিউন রোগ যেমন, স্কাল্প ইনফেকশন থেকেও টাক পড়তে পারে। কেমোথেরাপি চললেও টাক পড়ে যায়। চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত এ ব্যাপারে।
মাথায় ব্যাকটিরিয়ার সংক্রমণ দেখা দেয়, এর মধ্যে রিংওয়ার্ম অন্যতম। তা থেকেও টাক পড়তে পারে। তাই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা প্রয়োজন।
টেনে চুল বাঁধার অভ্যাস, ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ থেকেও চুল পড়ে গিয়ে টাক দেখা দিতে পারে। চুলের উপর যত কম অত্যাচার, ততই ভাল। তবে টাক পড়ার সমস্যা সকলের ক্ষেত্রে এক নয়। তাই সমস্যার ইঙ্গিত পেলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -