Hydra Facial: ত্বকের পরিচর্যায় হাইড্রা ফেসিয়ালের গুরুত্ব কতটা? কী কী উপকার পাবেন এই ফেসিয়ালের মাধ্যমে? রইল তালিকা
'হাইড্রা ফেসিয়াল'- আমাদের ত্বকের জন্য কতটা জরুরি, কীভাবে এই ফেসিয়াল করা হয়, কী কী উপকার পাবেন, চলুন জেনে নেওয়া যাক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appত্বকের আর্দ্র ভাব বা ময়শ্চারাইজার কমে গেলে ত্বক দেখতে ভীষণ রুক্ষ, শুষ্ক, জৌলুসহীন লাগে। ময়শ্চারাইজার লাগালে হয়তো মুখ অতিরিক্ত তেলতেলে লাগছে। আবার না লাগালেও মুশকিল। ত্বক মারাত্মক রুক্ষ হয়ে যাচ্ছে।
এমনিতেও এখন বাতাসে হাল্কা শিরশিরানি ভাব এসে গিয়েছে। পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। তাই শীতের মরসুম শুরু হওয়ার আগে একবার হাইড্রা ফেসিয়াল অ্যাপ্লাই করে দেখতেই পারেন।
মূলত ত্বকের ময়শ্চারাইজার অর্থাৎ আর্দ্রভাব ধরে রাখার জন্যই করা হয় এই হাইড্রা ফেসিয়াল। ত্বক যত আর্দ্র থাকবে ততই দেখতে ভাল লাগবে। ত্বকের জেল্লা বাড়বে। এইসব কারণেই আজকাল সকলের ঝোঁক রয়েছে হাইড্রা ফেসিয়ালের দিকে।
তবে শুধু ফেসিয়াল করলেই হবে না, পরিমিত জল খাওয়াও কিন্তু প্রয়োজন। কারণ শরীর ডিহাইড্রেটেড হয়ে গেলে কিন্তু তার প্রভাব পড়বে আপনার ত্বকেও।
এই ফেসিয়ালের মূল লক্ষ্য হল ত্বকের একদম গভীর স্তর পর্যন্ত আর্দ্রতা পৌঁছে দেওয়া যাতে ত্বক ময়শ্চারাইজড থাকে। এই হাইড্রা ফেসিয়ালের ক্ষেত্রে মূলত ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে সিরাম।
বিভিন্ন ধরনের হাইড্রা ফেসিয়াল হয়। নরম্যাল হাইড্রা ফেসিয়ালের সঙ্গে রয়েছে অ্যাকনি প্রোন স্কিন অর্থাৎ যাঁদের ত্বকে ব্রনর সমস্যা রয়েছে তাঁদের জন্য স্পেশ্যাল হাইড্রা ফেসিয়াল। এছাড়াও স্কিন গ্লো অর্থাৎ ত্বকের জেল্লা বাড়ানোর জন্য গ্লো বুস্ট ভিটামিন সি হাইড্রা ফেসিয়াল, কেউ একটু স্কিন টোন আপ করতে চাইলে তার জন্য রয়েছে হোয়াইটনিং হাইড্রা ফেসিয়াল, স্কিন টাইটনিংয়ের জন্য রয়েছে রেটিনল হাইড্রা ফেসিয়াল। এছাড়াও রয়েছে অ্যান্টি-ট্যান হাইড্রা ফেসিয়াল।
ত্বকের একদম গভীর স্তরে হাইড্রা ফেসিয়াল মেশিনের সাহায্যে সিরাম পৌঁছে দেওয়া হয় এই পদ্ধতির সাহায্যে। তার ফলে ত্বকের যেসমস্ত টিস্যু ডিহাইড্রেটেড হয়ে গিয়েছে সেগুলি হাইড্রেটেড হয়ে যায়।
এছাড়াও হাইড্রা ফেসিয়ালের সাহায্যে কিছু জেল ব্যবহার করে তা ত্বকের অভ্যন্তরে পৌঁছে দেওয়া হয়। এরপর ব্যবহার করা হয় এলইডি মাস্ক, যা ত্বকে এই সিরাম এবং জেল অর্থাৎ হাইড্রেশন লক করে বা ধরে রাখতে সাহায্য করবে।
৫ থেকে ২০ দিন এই এলইডি মাস্কের সাহায্যে ত্বকের মধ্যে হাইড্রেশন লক করা সম্ভব হয়। এছাড়াও বাড়িতে কিছু সতর্কতা নিতে হবে। ত্বকের বিভিন্ন ধরন অনুসারে হাইড্রা ফেসিয়াল করার সময় সিরাম বেছে নেওয়া হয়। এই ফেসিয়াল একটু সময়সাপেক্ষ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -