Micro Cheating: সামান্য ঘটনা বলে এড়িয়ে যাচ্ছেন হয়ত, সম্পর্কে ঠকছেন না তো! Micro Cheating কী জানুন
শারীরিক এবং মানসিক ভাবে অন্য কারও সঙ্গে জড়িয়ে পড়লেই সঙ্গীকে ঠকানো হয় না। সম্পর্কে ঠকানো বা অসৎ হওয়ার আরও অনেক ব্যাখ্যা রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্পর্ক তিক্ত হয়ে ওঠার ক্ষেত্রে পরস্পরের যে আচরণগুলি এতদিন উহ্য থেকে যেত, সেগুলি বর্তমানে গুরুত্ব পেতে শুরু করেছে। ছোটখাটো বলে যে বিষয়গুলি এড়িয়ে যাই আমরা, সেগুলি কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়।
তথাকথিত ওই ছোটখাটো আচরণই বর্তমানে ‘মাইক্রো চিটিং’-এর তকমা পেয়েছে। এই ‘মাইক্রো চিটিং’ আসলে কী জানুন।
আপনার অগোচরে কি অন্য কারও সঙ্গে কথা বলছেন সঙ্গী? তাঁকে মেসেজ করার সময় আপনার থেকে স্ক্রিন আড়াল করছেন? ফোনের পাসওয়ার্ডও কি আপনার থেকে লুকিয়ে রাখছেন তিনি? তাহলে সতর্ক হোন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হোক বা পার্টিতে, অনুষ্ঠানে হালকা ফ্লার্ট করতেই থাকেন সঙ্গী? বার বার সতর্ক করলেও, সংযম রাখতে পারেন না তিনি? বিষয়টিকে হালকা ভাবে না নেওয়াই উচিত।
কখন, কোথায় যাচ্ছেন বা কোথা থেকে ফিরছেন, সেই নিয়ে হয়ত মিথ্যে কথা বলে যান সঙ্গী। সব জেনেও চুপ থাকেন আপনি। আগে থেকে সতর্ক হোন।
বিদেশে এসবের চল থাকলেও, আমাদের দেশে এখনও ওপেন রিলেশনশিপ জনপ্রিয় নয়। এক্ষেত্রে একজনকে পাকাপাকি ভাবে রেখে দিয়ে, ছুটকো প্রেম অনেক হয়।
কথায় কথায় কি অন্যের তুলনা টানেন সঙ্গী? আপনাকে নিরাপত্তাহীনতায় ভুগতে হয় তার জন্য? সময় থাকতে সচেতন হোন।
অন্য নারী বা পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি হলে, তবেই ঠকানো হয় না। গোপন কথা যদি অন্য কারও সঙ্গে ভাগ করে নেন সঙ্গী, মানসিক ভাবে তাঁর সঙ্গে বেশি সহজ বোধ করেন, তাহলেও চিন্তার কারণ রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় অন্য কারও পোস্টে গিয়ে যদি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সঙ্গী, বা আকারে ইঙ্গিতে কাউকে নিয়ে পোস্ট করেন, সতর্ক হোন। ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -