Shrinking Clothes: কাচার পর ছোট হয়ে গিয়েছে জামা? এই উপায়ে হবে মুশকিল আসান...

পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কে না পছন্দ করেন। কিন্তু পছন্দের জামা কাচতে গেলে অনেক সময় বিপত্তি বাধে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
কাচা জামা পরতে গেলে দেখা যায় ছোট হয়ে গিয়েছে। কাচার পর চুপসে দিয়েছে।

কমবেশি আমরা সকলেই এই সমস্যায় পড়ি। এক্ষেত্রে কী করণীয় জানুন।
জামা যদি চুপসে যায়, সেক্ষেত্রে উষ্ণ গরম জল নিন গামলায়। হালকা কোনও ডিটারজেন্ট পাওডার মেশান।
এর পর ছোট হয়ে যাওয়া জামা ৩০ মিনিট ভিজিয়ে রাখুন ওই জলে। জল ঠান্ডা হতে দিন।
এর পর আস্তে করে জামা তুলে নিন সাবান-জল থেকে। হালকা হাতে বাড়তি জল নিঙড়ে নিন।
এর পর আর ধুতে যাবেন না জামাটি। তোয়ালে পেতে জামাটিকে তার উপর ছড়িয়ে দিন।
এবার একদিক থেকে জামা-সমেত তোয়ালে গোটান। সেই অবস্থায় চিপে বের করে দিন বাড়তি জল।
গোটানো তোয়ালে একই ভাবে আস্তে আস্তে খুলে নিন। এবার জামাটি ধরে সবদিকে টেনে দিন একটু করে।
এবার জামাটিকে খোলা হাওয়ায় শুকিয়ে নিন। এর পর ঠান্ডা জলে শুধু ধুয়ে নিলেই আগের মতো গায়ে ঢুকবে জামা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -