WhatsApp Video Quality: হাই-রেজোলিউশন ভিডিও পাঠানোর সুযোগ, নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে
গ্রাহকদের জন্য প্রায়ই নিত্যনতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। আর এবার দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার হাই-রেজোলিউশন ভিডিও পাঠানোর জন্য নতুন ফিটার আনছে হোয়াটসঅ্যাপ।
এতদিন পর্যন্ত ভিডিও-র মান সংক্রান্ত কোনও ফিচার ছিল না।
যদিও, ডকুমেন্ট হিসেবে এতদিন হাই-রেজোলিউশন ভিডিও শেয়ার করা যেত হোয়াটসঅ্যাপে।
জানা গিয়েছে, এক জন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী আরেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে কোনও ভিডিও পাঠাতে চাইলে, তার জন্য তিন ধরনের অপশন থাকবে।
প্রথম অপশন হলো অটো মোড। এই ফিচার কমপ্রেশন মোড সিলেক্ট করে ভিডিও শেয়ার করবে হোয়াটসঅ্যাপ।
দ্বিতীয় অপশন বেস্ট কোয়ালাটি। ভিডিও সেরা কোয়ালিটি শেয়ার করা যাবে।
তৃতীয় অপশনে হলো ডেটা সেভার। এই অপশনে সিলেক্ট করে ভিডিও পাঠাতে চাইলে হোয়াটসঅ্যাপ নিজেই তা কমপ্রেস করবে।
জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ বিটা গ্রাহকরা ইতিমধ্যেই এই ফিচার ব্যবহার করতে পারছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -