WhatsApp Video Quality: হাই-রেজোলিউশন ভিডিও পাঠানোর সুযোগ, নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

ফাইল ছবি

1/9
গ্রাহকদের জন্য প্রায়ই নিত্যনতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। আর এবার দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে।
2/9
এবার হাই-রেজোলিউশন ভিডিও পাঠানোর জন্য নতুন ফিটার আনছে হোয়াটসঅ্যাপ।
3/9
এতদিন পর্যন্ত ভিডিও-র মান সংক্রান্ত কোনও ফিচার ছিল না।
4/9
যদিও, ডকুমেন্ট হিসেবে এতদিন হাই-রেজোলিউশন ভিডিও শেয়ার করা যেত হোয়াটসঅ্যাপে।
5/9
জানা গিয়েছে, এক জন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী আরেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে কোনও ভিডিও পাঠাতে চাইলে, তার জন্য তিন ধরনের অপশন থাকবে।
6/9
প্রথম অপশন হলো অটো মোড। এই ফিচার কমপ্রেশন মোড সিলেক্ট করে ভিডিও শেয়ার করবে হোয়াটসঅ্যাপ।
7/9
দ্বিতীয় অপশন বেস্ট কোয়ালাটি। ভিডিও সেরা কোয়ালিটি শেয়ার করা যাবে।
8/9
তৃতীয় অপশনে হলো ডেটা সেভার। এই অপশনে সিলেক্ট করে ভিডিও পাঠাতে চাইলে হোয়াটসঅ্যাপ নিজেই তা কমপ্রেস করবে।
9/9
জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ বিটা গ্রাহকরা ইতিমধ্যেই এই ফিচার ব্যবহার করতে পারছেন।
Sponsored Links by Taboola