Gallbladder Stone : গলব্লাডারে স্টোনের ঝুঁকি কাদের বেশি? কোন লক্ষণে সতর্ক হতে হবে ?
পেটের ওপরের অংশে ডান দিকে কনকনে ব্যথা ? মাঝে মাজে ব্যথা ডান কাঁধে ছড়িয়ে পড়ছে ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাঁপুনি দিয়ে জ্বর ? বমি বমি ভাব বা বমি? এই লক্ষণগুলি দেখলেই সতর্ক হতে হবে।
চর্বিজাতিয় খাবার, অতিরিক্ত তৈলাক্ত খেলেই পেটে ব্যথার সমস্যায় পড়েন অনেকেই। আর এগুলো গলব্লাডারে স্টোনের লক্ষণ।
গলব্লাডারে স্টোন হলে তা জানতে আলট্রা সনোগ্রাফিতে ধরা পড়ে। মধ্যবয়সী মেয়েদের মধ্যে এই রোগের আশঙ্কা বেশি ।
গলস্টোন ফেলে রাখলে পাথর গলব্লাডার থেকে বেরিয়ে আসে। আরও বড় বিপত্তি বাঁধে । কোনও কোনও ক্ষেত্রে গলব্লাডারে স্টোন থেকে জন্ডিস অবধি হতে পারে।
এছাড়া, যাঁদের কোলেস্টেরল লেভেল হাই বা পাচকতন্ত্রের কোনও সমস্যা আছে , তাঁদের এই রোগের আশঙ্কা বেশি।
গলস্টোনের চিকিৎসা অস্ত্রোপচার । ল্যাপ্রোস্কোপি করে বের করতে হয় পাথর। কম বয়সে গলস্টোন হলে, যদি উপসর্গ নাও থাকে, তাহলেও বাদ দেওয়া প্রয়োজন।
ভবিষ্যতে এর থেকে জটিলতা বাড়ে। হতে পারে জন্ডিস, প্যানক্রিয়াটাইটিস, ইনফেকশন হতে পারে। গলস্টোন গলানোর ওষুধ নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -