Gallbladder Stone : গলব্লাডারে স্টোনের ঝুঁকি কাদের বেশি? কোন লক্ষণে সতর্ক হতে হবে ?

গলব্লাডারে স্টোন একটি বড় সমস্যা। যার সলিউশন বেশিরভাগ ক্ষেত্রেই অস্ত্রোপচার ! 

Gallbladder Stone : গলব্লাডারে স্টোনের ঝুঁকি কাদের বেশি? কোন লক্ষণে সতর্ক হতে হবে ?

1/8
পেটের ওপরের অংশে ডান দিকে কনকনে ব্যথা ? মাঝে মাজে ব্যথা ডান কাঁধে ছড়িয়ে পড়ছে ? 
2/8
 কাঁপুনি দিয়ে জ্বর ?  বমি বমি ভাব বা বমি? এই লক্ষণগুলি দেখলেই সতর্ক হতে হবে।
3/8
চর্বিজাতিয় খাবার, অতিরিক্ত তৈলাক্ত খেলেই পেটে ব্যথার সমস্যায় পড়েন অনেকেই। আর এগুলো গলব্লাডারে স্টোনের লক্ষণ।
4/8
গলব্লাডারে স্টোন হলে তা জানতে আলট্রা সনোগ্রাফিতে ধরা পড়ে। মধ্যবয়সী মেয়েদের মধ্যে এই রোগের আশঙ্কা বেশি ।
5/8
গলস্টোন ফেলে রাখলে পাথর গলব্লাডার থেকে বেরিয়ে আসে। আরও বড় বিপত্তি বাঁধে । কোনও কোনও ক্ষেত্রে গলব্লাডারে স্টোন থেকে জন্ডিস অবধি হতে পারে।
6/8
এছাড়া, যাঁদের কোলেস্টেরল লেভেল হাই বা পাচকতন্ত্রের কোনও  সমস্যা আছে , তাঁদের এই রোগের আশঙ্কা বেশি।
7/8
গলস্টোনের চিকিৎসা অস্ত্রোপচার । ল্যাপ্রোস্কোপি করে বের করতে হয় পাথর। কম বয়সে গলস্টোন হলে, যদি উপসর্গ নাও থাকে, তাহলেও বাদ দেওয়া প্রয়োজন।
8/8
ভবিষ্যতে এর থেকে জটিলতা বাড়ে। হতে পারে জন্ডিস, প্যানক্রিয়াটাইটিস, ইনফেকশন হতে পারে। গলস্টোন গলানোর ওষুধ নেই। 
Sponsored Links by Taboola