Hotel Sheets Rule: নয়ের দশকে সূচনা, হোটেলের বিছানায় কেন সাদা চাদর পাতা থাকে জানেন?
Hotel Interiors: প্রায় সব বড় হোটেলেই এক ব্যবস্থা। কারণ জানেন? ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10
হোটেলের ঘরে বিছানার চাদর মূলত সাদাই হয়। কেন এমন হয়, কখনও ভেবেছেন? এর পিছনে মনোস্তত্ব রয়েছে বলে মত বিশেষজ্ঞদের।
2/10
বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকার কথা উঠলেই সবার আগে পরিচ্ছন্নতা ভাবিয়ে তোলে আমাদের। গ্রাহকদের মনের ভাবনাকে মাথায় রেখেই হোটেলের বিছানায় সাদা চাদর পাতা হয়।
3/10
কারণ সাদা রং মানেই পরিষ্কার বলে ধরে নিই আমরা। চাদর সাদা মানে হোটেলের ঘর, বাথরুম সব পরিষ্কার হবে বলে ভেবে নিই।
4/10
এর সঙ্গে হোটেলের স্বার্থও জড়িয়ে থাকে। সাদা চাদরে দাগ লাগলে, তা সহজেই চোখে পড়ে।
5/10
ফলে হোটেলের কর্মীরা তড়িঘড়ি নোংরা চাদর কাচার জন্য পাঠিয়ে দেন। বিশেষ করে দামি হোটেলগুলিতে তাই বিছানায় সাদা চাদর পাতা হয়।
6/10
সাদা চাদর পাতা অর্থনৈতিক ভাবেও লাভজনক বলে মত কারও কারও। তাঁদের মতে রঙিন চাদরের রং ফিকে হয়ে যায়। কিন্তু সাদা চাদর কেচে নিলে বছরের পর বছর চলতে পারে।
7/10
বিছানায় সাদা চাদর পাতা থাকলে, ঘরের অন্য কিছুও স্পষ্ট হয়ে চোখে ধরা দেয়। ঘর উজ্জ্বল দেখায়। সাদা রং আভিজাত্যেরও প্রতীক। ফলে হোটেলের ঘর দেখে আকৃষ্ট হন গ্রাহকরা।
8/10
একই ভাবে হোটেলের তোয়ালেও সাধারণত সাদা হয়। এক্ষেত্রেও পরিচ্ছন্নতার প্রশ্ন জড়িয়ে রয়েছে। দাগ বসে গেলে ব্লিচ করে নেওয়া যায়।
9/10
নয়ের দশকে Marriott International-এর অধীনে থাকা Westin Hotels & Resorts নয়ের দশকে প্রথম বিছানায় সাদা চাদর পাতার চল শুরু করে। সেই থেকে পৃথিবীর সর্বত্রই হোটেলের বিছানায় চাদর পাতার চল শুরু হয়।
10/10
তবে বড় হোটেলগুলিতেই মূলত সাদা চাদর পাতার চল রয়েছে। বহু ছোটখাটো হোটেল আজও রঙিন চাদর পাতে বিছানায়।
Published at : 06 Jul 2025 10:19 AM (IST)